• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাগ করে সিংহরায় বাড়ি ছাড়ল খড়ি! বৌয়ের মান ভাঙাতে শ্বশুরবাড়ি গেল ঋদ্ধি, রইল নতুন প্রোমো

Published on:

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,নতুন প্রোমো,New Promo

সিরিয়ালপ্রেমী দর্শকদের বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। আর এই মুহুর্তে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা অন্যতম প্রথমসারির সিরিয়াল হল গাঁটছড়া (Gantchora)। প্রথম দিকে সমালোচনার মুখে পড়লেও বর্তমানে দর্শকদের একেবারে নয়নের মণি হয়ে উঠেছে এই সিরিয়ালের খড়ি ঋদ্ধির জুটি।

প্রতি সপ্তাহে টিআরপি চার্টেও নজরকাড়া রেজাল্ট করে তাক লাগিয়ে দেয় এই সিরিয়াল। তেমনই আজই প্রকাশ্যে এসেছে চলতি সপ্তাহের টি আরপি তালিকা। এই তালিকায় এদিন প্রথম স্থান হাতছাড়া হলেও দ্বিতীয় স্থানেই রয়েছে গাঁটছড়া। সদ্য সিরিয়ালে এসেছে মোড় ঘোরানো নতুন পর্ব। সিংহরায় বাড়ির সকলেই জেনে গিয়েছেন দ্যুতি আসলে প্রেগন্যান্ট নয়।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,নতুন প্রোমো,New Promo

গাঁটছড়া সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। অন্যদিকে নায়ক ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)। প্রায় প্রতিদিনই এই সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,নতুন প্রোমো,New Promo

কিছুদিন আগেই রিপোর্ট দেখে খড়ি জেনেছে দ্যুতি আদৌ প্রেগন্যান্ট নয়। তারপর সে প্রথমেই একথা ঋদ্ধি কে জানাবে বলে ঠিক করেছিল কিন্তু পরিস্থিতির চাপে তা হয়ে ওঠেনি। খড়ি নিজের মুখে ঋদ্ধিকে কিছু জানানোর আগেই সেই রিপোর্ট এসে পড়ে ঋদ্ধির হাতে। এরপর আর একমুহূর্ত দেরি না করে বাড়ির সবার সামনে দ্যুতির মিথ্যে নাটকের কথা জানিয়ে দেয় ঋদ্ধি। তখন ঋদ্ধি জানায় খড়ির সাথে পরে বোঝাপড়া করে নেবে সে, কিন্তু দ্যুতি যা করেছে তার জন্য শাস্তি তাকে পেতে হবেই। এখন দেখা যাচ্ছে সিংহরায় বাড়িতে একপ্রকার কাজের লোকে পরিণত হয়েছে দ্যুতি।

(ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন)

অন্যদিকে এতকিছুর পরেও বাড়ির সবাই সবকিছুর জন্য এবারও খড়িকে দোষারোপ করায় নিজেই সিংহরায় বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় খড়ি। এরইমধ্যে দেখা গিয়েছে ঋদ্ধিকে তার দাদু বলছে খড়িকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনতে। তাই দাদুর কথামতো খড়িকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যায় ঋদ্ধি। কিন্তু খড়ি তাকে স্পষ্ট জানিয়ে দেয় যেদিন সে নিজের ইচ্ছায় সসম্মানে তাকে বাড়ি নিয়ে যাবে সেদিনই সে ফিরবে। এরপরেই ঋদ্ধির মুখের ওপর দরজা বন্ধ করে দেয় খড়ি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥