বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একাধিক ফ্যান পেজ গুলির দিকে তাকালেই আঁচ পাওয়া যায় দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা কতখানি। তাই দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার প্রয়োজন নেই।
এই সিরিয়ালের অন্যতম ইউএসপি হল নায়ক নায়িকা ঋদ্ধি (Ridhi) খড়ি (Khori) জুটির রসায়ন। টিভির পর্দায় ঋদ্ধি-খড়ি জুটির রোম্যান্স দেখলেই চোখ আটকে যায় দর্শকদের। তবে শুধুমাত্র নায়ক-নায়িকার কেমিস্ট্রি নয় সেইসাথে সিরিয়ালের আনকোরা বিষয়বস্তুও আর পাঁচটা গতে বাঁধা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছে এই সিরিয়ালকে।
এমনিতেই আজকালকার বেশিরভাগ সিরিয়ালে একঘেয়ে শাশুড়ি বৌমার কূটকচালি কিংবা পরকীয়া দেখে ক্লান্ত দর্শক। তাই একঘেয়ে বস্তা পচা কনসেপ্ট আর দেখতে চান না দর্শক। সে দিক দিয়ে দেখতে গেলে আর পাঁচটা সিরিয়াল থেকে কিন্তু একেবারেই আলাদা ‘গাঁটছড়া’। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই মুহর্তে মিস্টার ডি (Mister D) -এর আগমনে নতুন মোড় এসেছে সিরিয়ালে।
এবার সেই জগদ্ধাত্রী পুজোর তোড়জোড় নিয়েই এসে গেছে নতুন প্রমো। এই প্রমোতে দেখা যাচ্ছে বাড়ির সকলে চাইছেন গত জগদ্ধাত্রী পুজোয় মা জগদ্ধাত্রীর কৃপায় যেমন ঋদ্ধি-খড়ির গাঁটছাড়া বাধা হয়েছিল এবারে জগদ্ধাত্রী পুজোয় যেন তাদের আবার মিলমিশ হয়ে যায়। এরই মধ্যে সেখানে এসে মিস্টার ডি জানায় সে কোন পুজো হতে দেবে না। কারণ সিং বাড়ি এখন নাকি তার। এই বলে ঋদ্ধিকে ধাক্কা মেরে ফেলে দেয় সে। আর ঋদ্ধি গিয়ে পড়ে খড়ির পায়ের কাছে। তখন হাতে ত্রিশূল নিয়ে এগিয়ে এসে খড়ি জানায় এটা তার শ্বশুরবাড়ির ভিটে তাই সেই মাটিতেই তারা আয়োজন করবে জগদ্ধাত্রী পুজোর। আগামী ১৪ থেকে২০ নভেম্বর টিভির পর্দায় সম্প্রচারিত হতে চলেছে, গাঁটছাড়ার এই মহা সপ্তাহ।