• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP টানতে গাঁটছড়ায় বড় টুইস্ট, খড়ি-ঋদ্ধির বদলে আসছে এই নতুন নায়ক-নায়িকা জুটি!

স্টার জলসার (Star Jalsha) প্রথমসারির জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হল ‘গাঁটছড়া’ (Gantchora)। সময়ের সাথে একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে তলানিতে ঠেকেছে এক সময়ের বেঙ্গল টপার এই সিরিয়ালের টি আর পি। লাগাতার স্লটও হাতছাড়া হচ্ছে এই সিরিয়ালের।

কিন্তু টি আর পি স্কোর যাই হোক দর্শকমহলে নায়ক নায়িকা ঋদ্ধি-খড়ি (Ridhi-Khori) জুটির রসায়ন কিন্তু ফিকে হয়নি আজও। অনুরাগীরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’ (Khoridhi)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যানপেজ গুলির দিকে তাকালেই বোঝা যায় দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা কতখানি।

   

Gantchora Boni Kunal Marriage new promo

ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং তার বিপরীতে নায়িকা খড়ি চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে (Solanki Roy)। তবে এবার গাঁটছড়া সিরিয়ালের ঋদ্ধি-খড়ি জুটির ভক্তদের জন্য খারাপ খবর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,লিপ,Leap,নতুন নায়ক-নায়িকা,New Hero Heroine,ওম সাহানি,Om Sahani,ইন্দ্রানী পাল,Indrani Paul,নতুন চমক

টেলিপাড়ায় কানাঘুঁষো শোনা যাচ্ছে এবার এই ধারাবাহিকের নায়ক-নায়িকা চরিত্রে আর দেখা যাবে না তাঁদের।  খুব শিগগিরই সিরিয়ালে তাদের পরিবর্তে আসছে এক নতুন নায়ক নায়িকার জুটি। সম্প্রতি টেলিপাড়ায় জোড় গুঞ্জন সন্তান জন্মানোর সময়ই মৃত্যুর কোলে ঢলে পড়বে খড়ি। মৃত্যু হবে ঋদ্ধিরও।

আর তারপরেই সিরিয়াল লীপ নেওয়ার সাথে সাথে বড় হয়ে যাবে ঋদ্ধি খড়ির পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা।  আর তাদের নিয়েই শুরু হবে ধারাবাহিকের নতুন কাহিনী। আর গাঁটছড়ার সেই নতুন অধ্যায়ে আসবে নতুন নায়ক নায়িকা। শোনা যাচ্ছে এবার এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন নবাব নন্দিনী খ্যাত নন্দিনী অভিনেত্রী ইন্দ্রানী পাল (Indrani Paul)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,লিপ,Leap,নতুন নায়ক-নায়িকা,New Hero Heroine,ওম সাহানি,Om Sahani,ইন্দ্রানী পাল,Indrani Paul,নতুন চমক

আর তাঁর  বিপরীতে নায়কের চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় টেলি অভিনেতা ওম সাহানিকে।  যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোন খবর মেলেনি। তবে শোনা যাচ্ছে সোলাঙ্কি রায়ের এই সিরিয়ালে অভিনয়ের কন্ট্রাক্ট খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু তারপরেও ধারাবাহিকটিকে একেবারে শেষ না করে দিয়ে নতুনভাবে শুরু করার পরিকল্পনা নিয়েছেন এই সিরিয়ালের নির্মাতারা।