• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহা শিবরাত্রিতেই পর্দা ফাঁস! ঋদ্ধির সামনেই খুলবে দ্যুতির মুখোশ, ভাইরাল ‘গাঁটছড়া’র নতুন প্রোমো

একেবারে শুরুতেই বাজিমাত করেছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)। বিগত ৩ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছেন এই সিরিয়ালের খড়ি চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কি রায়। এই দাপুটে অভিনেত্রীর তুখোড় অভিনয় আর সিরিয়ালের জমা জমাট পর্ব এই দুইয়ের কাছে শেষমেশ হার মেনেছে ‘মিঠাই ম্যাজিক’ও।

এই সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়নের সামনে এক ধাক্কায় শীর্ষস্থান খুইয়েছে জি বাংলার ‘মিঠাইরানি’। অন্যদিকে গাঁটছড়ার খড়ির হাত ধরেই ফের একবার টিআরপি রেটিংয়ে দারুন সাফল্য পেয়েছে গোটা চ্যানেল কর্তৃপক্ষ। তবে সিরিয়াল শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের কনটেন্ট থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। তবে ধোপে টেকেনি কোনো কিছুই।

   

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,মহাশিবরাত্রি,Maha Shivratri,দ্যুতি,Dyuti,রাহুল,Rahul
সকলের সমস্ত কটাক্ষ, সমালোচনা সবকিছুকেই একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের ঝুলিতে পুরে নিয়েছেন খড়ি অভিনেত্রী সোলাঙ্কি। তাই ইদানীং এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,মহাশিবরাত্রি,Maha Shivratri,দ্যুতি,Dyuti,রাহুল,Rahulইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গিয়েছে খড়ির সাথে দ্বিরাগমনে শ্বশুরবাড়ি এসেছে ঋদ্ধি। সেখানেই আচমকা রাতের অন্ধকারে মুখোমুখি হয় ঋদ্ধি আর দ্যুতি। আর বাড়ি এসেই নিজের বোনের ওপরেই সমস্ত দোষ চাপাতে শুরু করে দ্যুতি। ঠিক তখনই খড়িও চ্যালেঞ্জ নেয় এক সপ্তাহের মধ্যেই সে প্রমাণ করে দেবে তার দিদি সিংহরায় বাড়ির ছেলের সাথেই পালিয়েছিল।

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Riddhi,খড়ি,Khori,মহাশিবরাত্রি,Maha Shivratri,দ্যুতি,Dyuti,রাহুল,Rahul
প্রসঙ্গত সামনেই আসছে শিবরাত্রি। আর এই শিবরাত্রির দিনেই নিজের দিদি দ্যুতি আর সিংহরায় বাড়ির ছেলে রাহুলের মুখোশ টেনে খুলে দেবে খড়ি। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। এই প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে দ্যুতি আর রাহুলের আসল সত্যি টা আনতে মহাশিবরাত্রির দিনে শিবের মাথায় ঢালার জন্য ঋদ্ধিকে মন্দিরে আসে খড়ি। নিজের ভাইয়ের আসল রূপ দেখে ক্ষোভে ফেটে পড়ে ঋদ্ধি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা নিমেষে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।