স্টার জলসার (Star Jalshar) প্রথম সারির বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম গাঁটছড়া। এই সিরিয়ালে নায়িকা খড়ি (Khori) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সাথে।
টেলিভিশনের পর্দায় এই জুটির রসায়ন শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে পর্দার ঋদ্ধি-খড়ি জুটির ক্রেজ রয়েছে চোখে পরার মতো। অনুরাগীরা ভালোবেসে তাঁদের জুটির নাম মিলিয়ে নাম রেখেছেন ‘খড়িদ্ধি’। সোশ্যাল মিডিয়া খুললেই এই সিরিয়ালের বিভিন্ন ফ্যান পেজ গুলিতে দেখা যায় ধারাবাহিকের কলাকুশলীদের নিয়ে লম্বা লম্বা পোস্ট।
এরইমাঝে টেলি পারে জোর গুঞ্জন গাঁটছড়া সিরিয়ালে আর দেখা যাবে না খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায়কে। শোনা যাচ্ছে মাঝ পথে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্রের অভিনেত্রী খড়ি। আসলে ৩১মে সোলাঙ্কির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাই জানা আছে এই মে মাস পর্যন্তই গাছড়ার শুটিং করবেন তিনি।
মে মাসে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর তিনি তা আর রিনিউ করবেন না বলেই শোনা যাচ্ছে। আর এই খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে অনুরাগীদের মনের মধ্যে জমেছে মন খারাপের মেঘ। দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা থেকে শুরু করে সকলের অফুরন্ত ভালোবাসা এত কিছুর পরেও মাঝপথে কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন সোলাঙ্কি?
এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনের মধ্যে। আচমকা সোলাঙ্কির গাঁটছড়া ছাড়ার আসল কারণ কি তা জানতে সম্প্রতি অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলেও কোন উত্তর মেলেনি। তবে সূত্রের খবর গাঁটছড়ার শুটিং বন্ধ করে দেওয়ার পর সোলাঙ্কি বেশ কিছু নতুন প্রজেক্ট এর কাজ শুরু করবেন। যা সিরিয়ালের শুটিং চলাকালীন করা সম্ভব নয়।
তাছাড়া টিআরপি তালিকার দিকে নজর দিলেও দেখা যাবে একসময়ের বেঙ্গল টপার এই সিরিয়াল এখন টিআরপি লিস্টের প্রথম দশের মধ্যে মধ্যেও নেই। তবে সোলাঙ্কির সিরিয়াল ছাড়ার আসল কারণ ঠিক কি? তার উত্তর মেলেনি এখনও। কিন্তু প্রধান নায়িকা খড়ি সিরিয়াল ছাড়ার পর ধারাবাহিকটি আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে, নাকি তা শেষ করে দেওয়া হবে এখন সে কথাই ভাবাচ্ছে গাঁটছড়া সিরিয়ালের অনুরাগীদের।