• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিরাগমনে এসে নতুন চ্যালেঞ্জের মুখে খড়ি! এক সপ্তাহের মধ্যেই খুলবে দ্যুতির মুখোশ, রইল ভিডিও

শুরুতেই ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)। বিগত প্রায় দুসপ্তাহের মধ্যেই টিআরপি (TRP) চার্টে এসেছে আমুল পরিবর্তন। খড়ি আর ঋদ্ধির জমজমাট অম্ল মধুর সম্পর্কের সামনে এক ধাক্কায় শীর্ষস্থান হাতছাড়া হয়েছে জি বাংলার ‘মিঠাইরানির’। উল্লেখ্য এই নতুন সিরিয়ালের দৌলতেই ফের একবার টিআরপি রেটিংয়ে দারুন সাফল্য পেয়েছে গোটা চ্যানেল কর্তৃপক্ষ।

এই সিরিয়ালে খড়ি (Khori) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। ইতিপূর্বে একাধিক সিরিয়ালে সোলাঙ্কির তুখোড় অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। এছাড়াও ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দাতেও। জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তের বীপরীতে ‘বাবা বেবি ও’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

   

গাঁটছড়া,Gantchora,Khori,খড়ি,TRP,টিআরপি,Solanki Roy,সোলাঙ্কি
তাই তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। তবে সিরিয়াল শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের কনটেন্ট থেকে শুরু করে একাধিক বিষয়ে উঠেছে সমালোচনার ঝড়। তবে সকলের সমস্ত কটাক্ষ, সমালোচনা সবকিছুকেই একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই টিআরপি তালিকার সেরার নিজের ঝুলিতে পুরে নিয়েছেন খড়ি অভিনেত্রী সোলাঙ্কি।

গাঁটছড়া,Gantchora,Khori,খড়ি,TRP,টিআরপি,Solanki Roy,সোলাঙ্কি

এরফলে ইদানীং এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম টপ রেটিং সিরিয়াল হয়ে উঠেছে এই ‘গাঁটছড়া’। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসা পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে একেবারে সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।

গাঁটছড়া,Gantchora,Khori,খড়ি,TRP,টিআরপি,Solanki Roy,সোলাঙ্কি

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বিয়ের মন্ডপ ছেড়ে পালানো দ্যুতিকে খুঁজতেই খড়ির সাথে দ্বিরাগমনে শ্বশুরবাড়ি এসেছে ঋদ্ধি। সেখানেই আচমকা রাতের অন্ধকারে মুখোমুখি হয় ঋদ্ধি আর দ্যুতি। আর বাড়ি এসেই নিজের বোনের ওপরেই সমস্ত দোষ চাপাতে শুরু করে দ্যুতি। ঠিক তখনই খড়িও চ্যালেঞ্জ নেয় এক সপ্তাহের মধ্যেই সে প্রমাণ করে দেবে তার দিদি সিংহরায় বাড়ির ছেলের সাথেই পালিয়েছিল।কিন্তু কীভাবে প্রমাণ করবে সে। জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরাও।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)