সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দিনে দিনে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা। আর বর্তমানে বাংলার এই জনপ্রিয় সিরিয়ালের তালিকায় প্রথমেই রয়েছে স্টার জলসার শো’জ টপার সিরিয়াল গাঁটছড়া (Gantchora)। একেবারে শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। এই কারণে শুরুর দিকে নানান সমালোচনার মুখে পড়তে হলেও ধীরে ধীরে এই সিরিয়াল মন জয় করে নিয়েছে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের।
এই ধারাবাহিকের অন্যতম ইউ এস পি হল নায়িকা খড়ির সাথে গোমড়ামুখো নায়ক ঋদ্ধির খুনসুটি, আর ঝগড়ার নানান মিষ্টি মুহুর্ত। যা দেখতে বসলে টিভির পর্দা থেকে চোখ ফেরাতে পারেন না দর্শকরাও। সেইসাথে রয়েছে একের পর এক ধামাকাদাড় এপিসোড। যার ফলে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই গাঁটছড়া সিরিয়াল।
বেশ কয়েক সপ্তাহ ধরে টানা টি আর পি তালিকায় প্রথম স্থান দখল করার পর এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছ ব্যাপক কৌতূহল। আর এখন সোশ্যাল খুললেই চোখে পড়ে বর্তমানে বেঙ্গল টপার এই গাঁটছড়া সিরিয়ালের একাধিক ফ্যান পেজ। সেখানেই মাঝে মধ্যেই দেখা যায় এই সিরিয়ালের নিত্যনতুন আপডেট।
সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। এরইমধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে নানান ‘ট্যুইস্ট অ্যান্ড টার্নস’-এর মধ্যে দিয়ে শেষপর্যন্ত রাহুলের সাথেই বিয়ে হয়েছে দ্যুতির। ইতিমধ্যেই রাহুল দ্যুতির বিয়ে উপলক্ষে একাধিবার কাছাকাছি আসতে দেখা গিয়েছে খড়ি ঋদ্ধিকে।
এরইমধ্যে এই সিরিয়ালের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে রাহুল দ্যুতির বাসর জাগার ভিডিও। সেখানে কাকাই দ্যুতির কি গুণ আছে জানতে চাওয়ায় ছোট বোন বণি বলে ওঠে সাজগোজ করা ছাড়া দ্যুতির কোনো গুণ নেই, সে একেবারে ‘বেগুন’। অন্যদিকে তার মেজদি খড়ি মাল্টি ট্যালেন্টেড। এরপরেই দেখা যায় গান গাওয়া নিয়ে খড়ি ঋদ্ধির মিষ্টি ঝগড়ার মুহুর্ত। এসব দেখে রাগে জ্বলতে থাকে দ্যুতি।