সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে দিনে দিনে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা। তাই দর্শকদের চাহিদা মেটাতে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেলগুলি। এই তালিকায় রয়েছে স্টার জলসার শো’জ টপার সিরিয়াল গাঁটছড়া (Gantchora)। একেবারে শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।
এই ধারাবাহিকের অন্যতম ইউ এস পি হল নায়িকা খড়ির চরিত্রে টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy) তুখোড় অভিনয়। সেইসাথে রয়েছে একের পর এক ধামাকাদাড় এপিসোড। যার ফলে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই গাঁটছড়া সিরিয়াল। বেশ কয়েক সপ্তাহ ধরে টানা টি আর পি তালিকায় প্রথম স্থান দখল করার পর এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছ ব্যাপক কৌতূহল।
সিরিয়ালে প্রতিদিন সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে বড়সড় ট্যুইস্ট। দ্যুতির গর্ভবতী হওয়ার খবর সামনে আসায় খড়ি ঠিক করে নিয়েছে সে যে করেই রাহুলের সত্যিটা সবার বিশেষ করে ঋদ্ধির সামনে এনে দিদি দ্যুতির অধিকার ফিরিয়ে দেবে।
তবে শুরু থেকেই সকলের মনে সন্দেহ ছিল দ্যুতি সত্যি বলছে না, আর হলও তাই। জানা যাচ্ছে দ্যুতি আদতে গর্ভবতী নয়। শুধুমাত্র খড়ির দুর্বলতার সুযোগ নিয়ে রাহুলকে বিয়ে করার জন্য এই প্রেগন্যান্ট হওয়ার নাটক করেছে সে। সম্প্রতি একথা সিরিয়ালে নিজের মুখেই বলেছে দ্যুতি। জানা যাচ্ছে রাহুলকে বিয়ে করে, সিংহরায় বাড়িতে ঢোকার জন্যই এমন চাল চেলেছে খড়ির দিদি।
অন্যদিকে দিনে দিনে খড়ির প্রতি দুর্বল হয়ে পড়ছে ঋদ্ধিমান। আর সবার ভালোবাসা প্রকাশ করার ভাষা সমান নয় এই ঋদ্ধির ক্ষেত্রেও তাই। সারাক্ষণ রেগে রেগে থাকলেও, বৌয়ের খেয়াল রাখে ঠিকই। এরইমধ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে খড়ির ব্যাগ ভর্তি জামাকাপড় স্টোর রুম থেকে নিজের ঘরে নিয়ে যাচ্ছে ঋদ্ধি। তা দেখে খড়ি চিৎকার করলে স্বামীর অধিকার দেখিয়ে খড়ি কে নিজের সাথে একঘরে থাকার কথা বলে সে। এই ভিডিও দেখে খুশিতে একেবারে ডগমগ হয়ে পড়েছে গাঁটছড়া ভক্তরা।