সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় স্টার জলসার নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকদের জন্য একের পর এক ধামাকাদাড় এপিসোড এনে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছেন গাঁটছড়া সিরিয়ালের খড়ি চরিত্রের অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy) । শুরু থেকেই খড়ির তুখোড় অভিনয় মন ছুঁয়েছে দর্শকদের।
সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়নের নেশায় বুঁদ হয়ে থাকেন অসংখ্য সিরিয়ালপ্রেমী দর্শক। গাঁটছড়ার খড়ির হাত ধরেই টিআরপি রেটিংয়ে দারুন সাফল্য পেয়েছে স্টার জলসার গোটা চ্যানেল কর্তৃপক্ষ। যদিও প্রথমদিকে সিরিয়াল শুরু হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের কনটেন্ট থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছিল তুমুল সমালোচনা।
তবে ধোপে টেকেনি কোনো কিছুই। সমস্ত কটাক্ষের জবাব দিয়ে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলে নিয়ে নিয়েছেন খড়ি অভিনেত্রী সোলাঙ্কি। তাই ইদানীং এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে চূড়ান্ত নাটকীয় ভাবে বিয়ে হয়েছে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে খড়ির।
ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গিয়েছে শিবরাত্রির দিনেই ঋদ্ধির সামনে আসল সত্যিটা আনতে নিজের দিদি দ্যুতি আর রাহুলের মুখোশ খুলে দেয় খড়ি। কিন্তু রাহুলের মিথ্যে কথার জ্বালে ফের পা দেয় ঋদ্ধি। তাই চোখের সামনে দেখেও যথেষ্ট প্রমাণের অভাবে এখনও সে নিজের ভাই রাহুলকে পুরোপুরি অবিশ্বাস করতে পারছে না ঋদ্ধি।
এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি নতুন প্রোমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একে অপরের সাথে ঝগড়া ঝাঁটির পরেই আবার একে অপরের কাছাকাছি এসেছে ঋদ্ধি খড়ি। দেখা যায় খড়ির কপালে কাটা জায়গায় বরফ লাগিয়ে দিচ্ছে ঋদ্ধি। অন্যদিকে দেখা যাচ্ছে রাহুলের মা চিৎকার করে ঋদ্ধি কে বলছে তার ভাই রাহুলের বিয়ের ঠিক হয়েছে।
View this post on Instagram