• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড় সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের! ভালো স্কোর করেও বড়সড় বদল আসছে ‘গাঁটছড়া’ সিরিয়ালে 

ইদানিং সিরিয়াল ছাড়া এক মুহূর্তও চলতে পারেন না সিরিয়ালের পোকা দর্শকরা। তাই পছন্দের টিভি সিরিয়াল দেখা এখনকার দিনে দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। আর এখন তো সপ্তাহের সতটা দিনই চলতে থাকে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়াল। তবে এখন শুধু রাজ্য নয় ,রাজ্যের গন্ডি ছাড়িয়ে গোটা দেশে বাংলা সিরিয়ালের জয়জয়কার।

এই মুহূর্তে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্টার জলসার প্রথম সারির এমনই একটি  সিরিয়াল হল ‘গাঁটছড়া’। সিরিয়ালপ্রেমী দর্শক অথচ এই সিরিয়ালটি দেখেন না এমন দর্শকদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। এই ধারাবাহিকের মূল ইউএসপি ঋদ্ধি-খড়ি জুটির রসায়ন হলেও, দর্শকদের নজর কেড়েছে সিরিয়ালের তিন বোন খড়ি,বনি,দ্যুতি-র একই বাড়িতে বিয়ের বিষয়টিও।

   

 

গাঁটছড়া,Gantchora,হিন্দি রিমেক,Hindi Remake,ক্রুশল আহুজা,Krushal Ahuja

তিন বোনেরই এক বাড়িতে বেয়ে হয়ে আসার বিষয়টি সাধারণত সিরিয়ালে সচরাচর দেখা যায় না। যার ফল মিলছে টি আর পি স্কোরেও। কিন্তু হঠাৎ কি যে হল! এতো ভালো স্কোর করা সত্বেও শোনা যাচ্ছে এবার বদল আসছে সিরিয়ালের মুখ্য চরিত্রেও। তবে না দর্শকদের চিন্তার কোনো কারণ নেই। সকলের প্রিয় গাঁটছড়া সিরিয়ালের চরিত্রদের কোন বদল হচ্ছে না।

আসল ঘটনাটা অন্য। এখনকার দিনে দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের রিমেক (Remake) তৈরির প্রবণতা। যদিও বাংলা সিরিয়ালের রিমেক  তৈরির বিষয়টি নতুন কিছুই নয়। ইতিপূর্বে ‘মিঠাই’, ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’,’খুকুমণি হোম ডেলিভারি’ থেকে শুরু করে ‘আলতা ফড়িং’ বাংলার একাধিক বাংলা সিরিয়ালের হিন্দি সহ বিভিন্ন ভাষায় রিমেক তৈরি হতে দেখা গিয়েছে।
গাঁটছড়া,Gantchora,হিন্দি রিমেক,Hindi Remake,ক্রুশল আহুজা,Krushal Ahuja
আর এবার কেউই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন নাম। এবার স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়ার’ (Gantchora) হিন্দি রিমেক (Hindi Remake) তৈরী হতে চলেছে। এই সিরিয়ালের কলাকুশলীদের জন্য যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের একটি বিষয়। চমকের শেষ নেই এখনেই, টেলি পাড়ায় জোর গুঞ্জন স্টার প্লাসের আসন্ন সেই হিন্দি সিরিয়ালে নায়ক হতে চলেছেন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম এক জনপ্রিয় মুখ।
তিনি আর কেউ নন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কি করে বলবো তোমায়’ (Ki kore bolbo tomay) -এর নায়ক কর্ন (Korno) অর্থাৎ অভিনেতা ক্রুশল আহুজা (Krushal Ahuja)। জানা যাচ্ছে এই সিরিয়ালে তাকে গৌরব চ্যাটার্জী অভিনীত ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে দেখা যাবে। যদিও এই সিরিয়ালের আগেই ক্রুশল ডেবিউ করে ফেলেছেন হিন্দি সিরিয়ালে। কিছুদিন আগেই জি টিভির পর্দায় শেষ হয়েছে তার প্রথম হিন্দি সিরিয়াল ‘রিসতো কা মাঞ্ঝা’।
গাঁটছড়া,Gantchora,হিন্দি রিমেক,Hindi Remake,ক্রুশল আহুজা,Krushal Ahuja
স্টার প্লাসের আসন্ন এই সিরিয়াল সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এখনও পর্যন্ত খবর এই ধারাবাহিকে ক্রুশাল আহুজার সাথেই দেখা যাবে বাঙালি অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। এছাড়া অন্যান্য নায়কদের চরিত্রের জন্য উঠে আসছে খুশাংক অরোরা এবং বিজয়েন্দ্র কুমার-এর মতো অভিনেতাদের নাম।
site