এই মুহূর্তে স্টার জলসার টপ সিরিয়ালগুলির মধ্যে প্রথমেই আসে ‘গাঁটছাড়া’ (Gantchora)। এই সিরিয়ালের আনকোরা স্ক্রিপ্ট একসময় এই সিরিয়ালের ঝুলিতে এনেছিল বেঙ্গল টপারের (Bengal Topper) মুকুট। তবে ইদানিং এই মেগা সিরিয়ালের টিআরপি একেবারে তলানিতে ঠেকেছে। তাই নিজেদের হারানো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া নির্মাতারাও।
দর্শকদের ধরে রাখতে ইতিমধ্যেই একের পর এক টুইস্ট এসেছে সিরিয়ালে। কিছুদিন আগেই দেখা গিয়েছে সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)। তারপর দর্শকদের নতুন চমক দিতে ইতিমধ্যেই এক বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল।
প্রসঙ্গত সেদিন জঙ্গল থেকে খড়ির আচমকা উধাও হয়ে যাওয়ার পিছনে হাত ছিল খোদ খড়ির দিদি দ্যুতির। সেই নিজের আখের গোছাতে মিস্টার ডি-এর সাথে হাত মিলিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল নিজের বোনকেই। তাই সেই থেকেই অনত্মগ্লানীতে ভুগছে দ্যুতি। খড়িরচলে যাওয়ার পর থেকেই দিন না রাট নেই যখন তখন যেখানে সেখানে খড়িকেই দেখতে পায় দ্যুতি।
এরইমধ্যে ধারাবাহিকে এন্ট্রি হয়েছে অবিকল খড়ির মতো দেখতে ঈশার। প্রথমদিকে কিছুটা ধোঁয়াশা থাকলেও এখন জলের মত পরিষ্কার এই ঈশাই আসল খড়ি। সেদিন জঙ্গলে মাথায় আঘাত লাগার পর সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলে সে। আর এই অবস্থার সুযোগ নিয়ে খড়ি কে ব্যবহার করে চলেছে মিস্টার ডি আর তার স্ত্রী ওরফে ঈশার ভালো মা। ইতিমধ্যেই খড়িকেই সিংহরায়দের চরম শত্রু বানিয়ে দিয়েছে তারা। আর ঈশা রুপি খড়িও সিংহরায়দের বাড়ি ব্যবসা সব নিজের নাম করে নিয়েছে ।
এরইমধ্যে দেখা যাচ্ছে ঈশাকে খড়ির ভুত ভেবে ভয়ে মরছে দ্যুতি। আর মনে মনে তার সত্যি জানতে নতুন করে ছক কষছে। আজকের পর্বেই দেখা গিয়েছে ঈশা তার জন্য কফি বানাতে বললে তাতে কিছু একটা মিশিয়ে নিয়ে যায় দ্যুতি। কিন্তু সে বুঝতে পারেনি ঈশাকে জব্দ করতে গিয়ে সে নিজেই এভাবে বেকায়দায় পড়ে যাবে। কারণ এদিন দ্যুতির বানানো কফি ঈশা নিজে না খেয়ে দ্যুতিকেই জোর করে খাইয়ে দেয় , এই পর্ব দেখে দর্শক বলছেন খড়ি হয়ে যা পারেনি এবার ঈশা হয়ে তাই করে দেখাক আর এই ভাবেই জব্দ করুক দুই বদমাশ রাহুল-দ্যুতিকে।