• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় ঝড় উঠবে! ওম-শ্রাবণের জীবনে অভিশাপ হয়ে আসছেন ‘গাঁটছড়া’র এই ভিলেন

Published on:

Gantchora serial femous villain Subhrajit Dutta will takes entry in new serial Love Biye Ajkal

এখনকার দিনে কোন বাংলা সিরিয়ালই (Bengali Serial) আর শুধুমাত্র নায়ক নায়িকা প্রধান নয়। সমান গুরুত্ব থাকে সেই সিরিয়ালের পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীদেরও।  তাই সিরিয়ালে যত সুন্দর তুই নায়িকা আর হ্যান্ডসাম নায়কই থাকুক না কেন দুঁদে খলনায়ক ছাড়া একেবারেই জমে না সেই সিরিয়াল। খুব তাড়াতাড়ি স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Ajkal)।

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে এই সিরিয়াল। যা প্রতিদিন সন্ধ্যা সাড়ে আটটা সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘ ১৩ বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেতা ওম সাহানি। আর তার বিপরীতে শ্রাবণের চরিত্রে অভিনয় করছেন একেবারে নতুন নায়িকা মৌমিতা সরকার (Moumita Sarkar)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,নতুন সিরিয়াল,New Serial,ওম সাহানি,Om Sahani,মৌমিতা সরকার,Moumita Sarkar,শুভ্রজিৎ দত্ত,Subhrajit Dutta,গাঁটছড়া,Gantchora,ভিলেন,Villain

প্রকাশ্যে আসা প্রথম দুটো প্রোমোতেই এই মিষ্টি নায়ক-নায়িকা জুটি নজর কেড়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের। তবে শুধু  সিরিয়ালের নায়ক নায়িকা নয়, অন্যান্য সমস্ত চরিত্রের ওপরেও জোর দিয়েছেন এই সিরিয়ালের নির্মাতারা। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই সিরিয়ালের। জানা যাচ্ছে ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া।

গাঁটছড়ার ভিলেন এবার লাভ বিয়ে আজকাল সিরিয়ালে 

যাঁকে বর্তমানে দেখা যাচ্ছে স্টার জলসার গাঁটছড়া  সিরিয়াল নায়ক ঋদ্ধির মায়ের চরিত্রে। তবে তিনি একা নন এই ধারাবাহিকেরই আরও একজন জনপ্রিয় খলনায়ক অভিনয় করবেন লাভ বিয়ে আজকাল সিরিয়ালে। তিনি হলেন নায়ক ঋদ্ধির পিসেমশাই চরিত্রের অভিনেতা শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta)। এই ধারাবাহিকে তিনি নায়িকা শ্রাবণের জামাইবাবুর চরিত্রে অভিনয় করবেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,লাভ বিয়ে আজকাল,Love Biye Ajkal,নতুন সিরিয়াল,New Serial,ওম সাহানি,Om Sahani,মৌমিতা সরকার,Moumita Sarkar,শুভ্রজিৎ দত্ত,Subhrajit Dutta,গাঁটছড়া,Gantchora,ভিলেন,Villain

শুভ্রজিৎ কখনও পর্দার আদ্যোপান্ত একজন ভালো মানুষ,আবার কখনও খলনায়কের চরিত্রের অভিনয় করেন তিনি। জনপ্রিয় মঞ্চ অভিনেতা শুভ্রজিৎ যে কোন চরিত্রকেই ফুটিয়ে তোলেন সাবলীল অভিনয় দক্ষতায়। জানা যায় অভিনয়ে  আসার আগে একটা সময় তিনি শিক্ষকতা করতেন।  কিন্তু অভিনয়ের টানেই ছাত্র পড়ানো ছেড়ে দীর্ঘ ২১ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে থেকে গিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥