সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বাংলার ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও একেববারে শুরুর দিন থেকে বাজিমাত করে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি। তাই দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকে একের পর এক ধামাকাদাড় এপিসোড।
যার ফলে আগেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি (Ridhi) -খড়ি (Khori) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে বনি (Boni) আর কুনালের (Kunal)প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়ে দিয়েছে খড়ি।
আর নিজের বোনের সাথে কুনালের বিয়ে দিয়ে বাড়ি নিয়ে আসার পর থেকেই বরাবরের মতো এবারও সবাই তাকে একনাগারে ভুল বুঝছেন। বাড়ির লোকজন যা নয় তাই বলে অপমান করছে। এরই মধ্যে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে ঋদ্ধি। সকলে মিলে যখন তার বউকে ভুল বুঝে দোষারোপ করছে তখন নিজের স্ত্রীকে কাঠগড়ায় দেখে তার পাশে না দাঁড়িয়ে উল্টে দোষারোপ করতে শুরু করে দিয়েছে ঋদ্ধিও। এই বিষয়টি একেবারে ভালো চোখে দেখছেন না দর্শকরা।
কারণ এতদিন খড়ির সাথে তার সম্পর্কের সমীকরণ দেখে দর্শকরা মনে করেছিলেন তাদের মধ্যে মিনিমাম একটা বোঝাপড়া তৈরী হয়েছে। কিন্তু কোথায় কি! বিপদ ঘাড়ে আসতেই ঋদ্ধি আবার সরে গিয়েছে খড়ির পাশ থেকে। তবে এবার খড়িও মুখের ওপর জানিয়ে দিয়েছে সে না হয় সিংহ রায় বাড়ির বড় নাত বৌ হয়েই বাঁচবে, ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী না হয় নাই বাঁচল।
কিন্তু আশ্চর্য ভাবে খড়ির দিকে সবাই যখন এত অভিযোগের আঙুল তুলছিল তখন সবাইকে অবাক করে দিয়ে তার পাশে দাঁড়িয়েছে তার দিদি দ্যুতি (Dyuti)।এই বিষয়টা ভীষণভাবে অবাক করেছে দর্শকদের। দ্যুতি যে কিনা সারাক্ষণ নিজের বোনের ক্ষতি করার জন্য এক পা বাড়িয়ে রাখে সেই দ্যুতিকেই খড়ির পাশে দাঁড়াতে দেখে একেবারে আকাশ থেকে পড়েছেন দর্শকরা।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি ফ্যান পেজের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দ্যুতি বলছে খড়িই একমাত্র যে কিনা বাড়ির সমস্ত বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে। সেই বাড়ির মান সম্মান বাঁচিয়েছে। এমনকি যখন সবাই মিলে রাহুল তার মা এবং দ্যুতিকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দিচ্ছিল তখন একমাত্র খড়িই তাদের পাশে দাঁড়িয়েছিল। এই ভিডিওটির কমেন্ট সেকশনে সকলেই দ্যুতির প্রশংসার পঞ্চমুখ হয়েছেন।