স্টার জলসার অন্যতম শো’স টপার বাংলা সিরিয়াল (Bengali Serial)হল ‘গাঁটছাড়া’ (Gantchora)। একসময় টিআরপিতে ভালো স্কোর করলেও বেশ কিছুদিন হল নম্বর কমেছে এই সিরিয়ালের। তাই টিআরপি তালিকায় নিজেদের হারানো জায়গা ফিরে পেতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়। সিংহ রায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)।
বনদপ্তরের কর্মীদের দাবি খড়িকে সেদিন বাঘে টেনে নিয়ে গিয়েছিল। তাই খড়ির বাবা মা সহ সিংহরায় বাড়ির সবাই ধরেই নিয়েছে খড়ি আর বেঁচে নেই। কিন্তু একমাত্র ঋদ্ধি বিশ্বাস করে তাঁর খড়ি এখনও বেঁচে আছে। তাই সিরিয়াল ইতিমধ্যেই এক বছরের লীপ নিলেও এখনও খড়ির স্মৃতি আঁকড়েই দিন কাটে ঋদ্ধির।
একসময় সিংহরায়দের বিরাট হীরের ব্যবসা একার দায়িত্বে সামলালেও এখন সবকিছু থেকে নিজেকে একেবারে সরিয়ে নিয়েছে ঋদ্ধি। আর সব দায়িত্ব তুলে দিয়েছে রাহুলের ওপর। কিন্তু রাহুল এখন আবার আগের মতো বেহিসাবি,খামখেয়ালি জীবন যাপন শুরু করেছে।বাড়ির বিরাট ব্যবসা লাটে উঠলেও তার সেসব খেয়াল নেই। বাড়িতে বৌ থাকতেও অন্য মেয়ের সাথে সময় কাটায় সে।
প্রসঙ্গত বাংলা সিরিয়ালের ট্রেন্ডেই আছে নায়ক নায়িকাদের মেরে দিয়ে আবার নতুন রূপে তাদের বাঁচিয়ে তোলার প্রবণতা। ব্যতিক্রম নয় গাঁটছড়াও। সিরিয়ালে খড়ির মৃত্যুর ১ বছর পরেই দেখা যাচ্ছে হুবহু খড়ির মতো দেখতে বিদেশ ফেরত ইশার এন্ট্রির সাথে সাথে তৈরি হয়েছে নতুন রহস্য। আসলে সেই খড়ি কিনা তা জানার কৌতূহল কিছুতেই চাপতে পারছেন না দর্শক।
অন্যদিকে এখন দেখা যাচ্ছে খড়ির ছোট বোন বনি (Boni) এখন আর টম বয় নেই। মেজদির খুনিকে ধরতে ইতিমধ্যেই বড় পুলিশ অফিসার হয়ে গিয়েছে সে। আসল অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত পরিশ্রম করার প্রতিজ্ঞা করেছে সে। এরইমধ্যে দেখা যাচ্ছে অপরাধী ধরতে গিয়ে হুবহু নিজের মৃত দিদির মতো দেখতে ইশার দিকে বন্দুক তাক করেছে বনি। কিন্তু এখনও পর্যন্ত ইশার মুখ দেখেনি বনি। সম্প্রতি এই পর্বের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এখন দেখার হবহু খড়ির মতো দেখতে আধুনিক সাজপোশাকের ইশাকে দেখে কি প্রতিক্রিয়া হয় বনির।