সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে বাংলার ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এখনকার দিনে সব সিরিয়ালে টি আর পিই শেষ কথা। আর এই টিআরপি তালিকাতেই একেববারে শুরুর দিন থেকে বাজিমাত করে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।
এই সিরিয়ালের এমনই এক জনপ্রিয় জুটি হল খড়ির (Khori) বোন বনি (Boni) আর ঋদ্ধির (Ridhi) ভাই কুনাল (Kunal)। কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এমনই একজন চরিত্র অয়না। কুণালের বাড়ির লোকজনই তার সাথে বিয়ের ঠিক করেছে কুণালের। একথা জানার পর থেকেই একটু একটু হিংসা আর রাগ হচ্ছে বনির। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দে আসলে সে ভালোবেসে ফেলেছে মেজদি খড়ির দেওর কুণালকে।
এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন সিরিয়ালে বনি কুণালকে ‘শান্তি গোপাল’ বলে ডাকে। আর এখন সেই ভীতু ছেলেটাই যখন তাকে পাত্তা না দিয়ে অয়নার প্রেমে মুগ্ধ হয়ে পড়েছে তা দেখে আরও রেগে যাচ্ছে বনি। আসলে সিরিয়ালে খড়ির এই ছোট বোনটি আর পাঁচ টা মেয়ের থেকে একেবারে আলাদা। হাঁটাচলা, কথা বলা সব কিছুই তার ছেলেদের মতো। তাই তাকে দেখে সবাই প্রথমে ছেলে বলেই ভুল করে।
আয়নার সাথে বিয়ের পিঁড়িতে বসে কুনাল জানতে পরে বিপদে পড়েছে বনি। গুন্ডারা আটকে রেখেছে তাকে। বণিকে ওই অবস্থায় দেখে নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে এসেছে কুনাল। অন্যদিকে তাদের একসাথে দেখে সেখানে একঝাঁক সাঙ্গাবাদিক চলে আসে। তখন পরিস্থিতির চাপেই পরেই মা দুর্গার সামনে দাঁড়িয়েই খড়ি নিজে দাঁড়িয়ে থেকে নিজের বোনের সাথে বিয়ে দিয়ে দেয় দেওর কুনালের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।