• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! ‘গাঁটছড়া’য় শান্তি গোপালের দেওয়া সিঁদুর উঠল বনির সিঁথিতে, রইল ভিডিও 

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সিরিয়ালের পোকা দর্শকদের কাছে বাংলার ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এখনকার দিনে সব  সিরিয়ালে টি আর পিই শেষ কথা।  আর এই টিআরপি তালিকাতেই  একেববারে  শুরুর দিন থেকে  বাজিমাত করে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।

দর্শকদের ভালোবাসায় সদ্য ২০০ পর্ব সম্পন্ন হয়েছে এই সিরিয়ালের।তাই দর্শকদের মনোরঞ্জন করতে  প্রতি সপ্তাহেই এই ধারাবাহিকে থাকে একের পর এক ধামাকাদাড় এপিসোড। যার ফলে আগেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি (Ridhi) -খড়ি (Khori) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে আরও একাধিক চরিত্র।
গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,বনি,Boni,কুনাল,Kunal

এই সিরিয়ালের এমনই এক জনপ্রিয় জুটি হল খড়ির (Khori) বোন বনি (Boni) আর ঋদ্ধির (Ridhi) ভাই কুনাল (Kunal)। কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছে এমনই একজন চরিত্র অয়না। কুণালের বাড়ির লোকজনই তার সাথে বিয়ের ঠিক করেছে কুণালের। একথা জানার পর থেকেই একটু একটু হিংসা আর রাগ হচ্ছে বনির। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দে আসলে সে ভালোবেসে ফেলেছে মেজদি খড়ির দেওর কুণালকে।

   

গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,বনি,Boni,কুনাল,Kunal

এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন সিরিয়ালে বনি কুণালকে ‘শান্তি গোপাল’ বলে ডাকে। আর এখন সেই ভীতু ছেলেটাই যখন তাকে পাত্তা না দিয়ে অয়নার প্রেমে মুগ্ধ হয়ে পড়েছে তা দেখে আরও রেগে যাচ্ছে বনি। আসলে সিরিয়ালে খড়ির এই ছোট বোনটি আর পাঁচ টা মেয়ের থেকে একেবারে আলাদা। হাঁটাচলা, কথা বলা সব কিছুই তার ছেলেদের মতো। তাই তাকে দেখে সবাই প্রথমে ছেলে বলেই ভুল করে।

আয়নার সাথে বিয়ের পিঁড়িতে বসে কুনাল জানতে পরে বিপদে পড়েছে বনি। গুন্ডারা আটকে রেখেছে তাকে। বণিকে ওই অবস্থায় দেখে নিজের বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে এসেছে কুনাল। অন্যদিকে তাদের একসাথে দেখে সেখানে একঝাঁক সাঙ্গাবাদিক চলে আসে।  তখন পরিস্থিতির চাপেই পরেই মা দুর্গার সামনে দাঁড়িয়েই খড়ি নিজে দাঁড়িয়ে থেকে নিজের বোনের সাথে বিয়ে দিয়ে দেয় দেওর কুনালের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি।