স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল হল ‘গাঁটছাড়া’ (Gantchora)।এককালের বেঙ্গল টপার এই মেগা সিরিয়ালের টিআরপি এখন একেবারে তলানিতে ঠেকেছে। তাই পুরোনো জনপ্রিয়তা ফিরে পেতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়। কিছুদিন আগেই দেখা গিয়েছে সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)।
তারপর ইতিমধ্যেই এক বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল। এরইমধ্যে অবশেষে খড়ি ওরফে ইশার মুখোমুখি হয়েছে ঋদ্ধি। কিন্তু খড়ির এখন কিছুই মনে নেই। সে এখন পুরোপুরি মিস্টার ডি অর্থাৎ ঋদ্ধির জেঠুর ষড়যন্ত্রের শিকার। তাই স্মৃতিশক্তি হারিয়ে এখন ইশার চরম শত্রু সিংহ রায় জুয়েলার্স এবং তার মালিক ঋদ্ধিমান সিংহরায়।
কিন্তু ঋদ্ধি মনেপ্রাণে বিশ্বাস করে এই ইশাই তার আসল খড়ি। এখন কোনো কারণে স্মৃতি হারিয়ে তার কিছুই মনে নেই। তাই ঋদ্ধির বিশ্বাস একদিন ইশার নিজেরই মনে পড়বে তার আসল পরিচয়। গতকালের পর্বেই দেখা গিয়েছে খড়ি ছদ্মবেশে এসে রাহুলের কাছ থেকে বাড়ীর কাগজে সই করিয়ে নিয়েছে।
এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন এক ধামাকাদার প্রোমো। সেখানে দেখা যাচ্ছে খড়ির সেই পুরনো স্টোর রুমে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে ইশা। কিন্তু তখন ঋদ্ধি এসে জানিয়ে দেয় ‘এই স্টোর রুম খড়ির স্মৃতি। বিলাসিতার জন্য তা আমি নষ্ট করতে দেব না।’
উত্তরে ইশা জানায় ইটা এখন তার বাড়ি তাই তার যা ইচ্ছা হবে সে তাই করবে। এরপরেই দেখা যায় ঋদ্ধি খড়ির হাত ধরে টানলে বালতি থেকে রং ছিটকে যায় ঋদ্ধির গায়ে। তখন খরিকে কাছে পেয়ে খড়ির ঠোঁট থেকে রং মুছে দেয় ঋদ্ধি। এই রোমান্টিক দৃশ্য থেকে ঋদ্ধি খড়ির অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে।