বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে ভিন্ন স্বাদের সিরিয়াল গুলির জুড়ি মেলা ভার। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। শুরু থেকেই এই সিরিয়াল হয়ে উঠেছে দর্শকদের অত্যন্ত কাছের। টিআরপি তালিকাতেও শুরু থেকেই রীতিমতো তাকে লাগিয়ে দিচ্ছে ঋদ্ধি (Ridhi) -খড়ির (Khori) সম্পর্কের রসায়ন।
সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা ভিন্ন স্বাদের এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হয়ে দাঁড়িয়েছে সিংহ রায় পরিবারের তিন নাতবৌ খড়ি,দ্যুতি আর বনি জুটি।এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন ভট্টাচার্য বাড়ির এই তিন বোনের বিয়ে হয়েছে একই বাড়িতে। এই মুহূর্তে সিরিয়ালে চলছে এই তিন জুটির হানিমুন স্পেশাল পর্ব (Honeymoon Special Episode)।
(ভিডিওটি দেখার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন)
এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের পর ঋদ্ধি খড়ির প্রথমবার একসাথে সমুদ্রে ঘুরতে যাওয়ার একটি রোমান্টিক মুহূর্তের (Romantic Scene) ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একসাথে একটা ডাব শেয়ার করে দুজনে দুটো স্ট্র দিয়ে খাচ্ছে ঋদ্ধি খড়ি। এছাড়া দেখা যাচ্ছে গোমড়ামুখো ঋদ্ধি বৌয়ের ম্যান ভাঙাতে রোমান্টিক কায়দায় সিনেমার মতো সমুদ্রের পারে বড় বড় ইংরেজি হরফে সরি লিখেছে। এই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।