সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দর্শকদের অবসর যাপনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। দর্শকদের চাহিদা মেটাতে ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল নিয়ে আসছে বিনোদনমূলক চ্যানেলগুলিও। এই তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম প্রথমসারির সিরিয়াল গাঁটছড়া (Gantchora)।
চলতি সপ্তাহে ফের একবার এই সিরিয়ালের দাপটের সামনে ফেল জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল মিঠাই। টানা ১৪ সপ্তাহ ধরে টি আর পি রেটিংয়ে সেরার মুকুট ছিনিয়ে নেওয়ার পর বিগত কয়েক আবার পিছিয়ে গিয়েছিল খড়ির গাঁটছড়া। কিন্তু চলতি সপ্তাহে ফের একবার নিজের জায়গা ফিরে পেয়েছে স্টার জলসার গাঁটছড়া। এই সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। অন্যদিকে নায়ক ঋদ্ধির চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জী।
শুরু থেকেই এই সিরিয়াল ঘিরে দর্শকমহলে রয়েছে ব্যাপক কৌতূহল। সিরিয়ালে প্রতিদিন সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখার অপেক্ষায় থাকেন দর্শকরা। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক, তারা সকলেই জানেন দ্যুতির গর্ভবতী হওয়ার খবর সামনে আসার পর বাড়ির সম্পত্তির ভাগ পাওয়ার আশায় বাধ্য হয়েই দ্যুতিকে বিয়ে করেছে রাহুল।
যদিও দ্যুতি আদৌ প্রেগন্যান্ট নয়। সবটাই সিংহরায় বাড়ির বৌ হওয়ার জন্য সাজানো মিথ্যে ঘটনা। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে হাসপাতালে গিয়ে দ্যুতির প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে এসেছে খড়ি। তবে দ্যুতির কথায় সে তাকে একদিন সময় দিয়েছিল সত্যিটা সবার সামনে আনার। এরইমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে গাঁটছড়ার নতুন প্রোমো ভিডিও।
এই ভিডিওতে দেখা যাচ্ছে দ্যুতির মিথ্যে মা হওয়ার নাটকের কথা জেনে গিয়েছে ঋদ্ধি। আর তারপর বাড়ি ভর্তি লোকের সামনে সবটা জানিয়ে সবকিছুর জন্য আবার দোষী করা হয় খড়িকেই। তখন রাগে ফেটে পড়ে খড়িও। সবকিছুর জন্য তাকে দোষ দেওয়ায় ক্ষোভ উগরে দেয় সে। এই নতুন প্রোমো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।