বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকমহলে ঋদ্ধি (Ridhi) খড়ির (Khori) সিংহরায় পরিবারের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যানপেজ গুলি দেখলেই সেকথা বোঝা যায় হামেশাই।
আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই সিরিয়ালের অন্যতম ইউএসপি নিঃসন্দেহে নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি জুটির দুর্দান্ত রসায়ন। এই ধারাহিকের হাত ধরেই ঋদ্ধি-খড়ির চরিত্রে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy) এবং অভিনেতা গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee)।সিরিয়ালের সমস্ত চরিত্ররাই দর্শকদের একেবারে আপন হয়ে উঠেছে।
দর্শকদের ভালোবাসায় ইতিমধ্যেই একাধিকবার বেঙ্গল টপারের খেতাব পেয়েছে এই সিরিয়াল। ভক্তরা তাদের এই প্রিয় জুটিকে ভালোবেসে নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিংহরায় পরিবারের ঐতিহ্যবাহী অষ্টধাতুর মূর্তির খোঁজে এক গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে খড়ি- ঋদ্ধি। কিন্তু ঘুটঘুটে অন্ধকারের ঘন জঙ্গলের মধ্যে আচমকাই তাদের ঘিরে ধরে একদল মুখোশ পরা বহুরূপী গুন্ডার দল।
তারপরেই তারা বলে ওঠে ‘খালাস করে দে’। যার ফলে বোঝাই যাচ্ছে অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়ে এখন প্রাণ সংশয় হয়ে পড়েছে ঋদ্ধি-খড়ির। কিন্তু এত কিছুর পরেও বিগত বেশ কিছুদিন ধরেই টিআরপি তালিকায় বেশ পিছিয়ে পড়েছে এই সিরিয়াল। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক ধামাকাদাড় নতুন প্রোমো। সেই প্রোমো দেখে চোখ কপালে উঠেছে এই সিরিয়ালের দর্শকদের।
কারণ সারাক্ষণ শাড়ি-গয়না, শাঁখা-পলা পরে থাকা খড়ি এবার ফিরেছে একেবারে নতুন রূপে। প্রোমো দেখে যাচ্ছে খড়ি এখন ডিএস ডায়মন্ডস এর ডিজাইনার। রাতারাতি বদলে গিয়েছে তাঁর নাম পরিচয়, হব ভাব চাল চলন সব কিছু। বিদেশ ফেরত এই খড়ির এখন একমাত্র টার্গেট সিংহ রায় জুয়েলার্স কে টেক ওভার করা।
আর তাও মাত্র এক মাসের মধ্যেই। কাজেই প্রোমো দেখেই বোঝা যাচ্ছে সিরিয়ালের টিআরপি ফেরাতে গাঁটছড়ায় আসছে একাধিক চমক। মডার্ন লুকে অনর্গল ইংরেজিতে কথা বলতে থাকা খড়িকে দেখে রীতিমতো উত্তেজনায় ফুটছে অভিনেত্রীর অনুরাগীরা। এমনই একজন অনুরাগী একটি পোস্টে জানিয়েছেন ‘এবার ৮+টিআরপি দিয়ে টপ ৩-তে নিজের জায়গা করে নিক গাঁটছড়া।