সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তার বিষয়টি নতুন নয়। তাই দর্শকদের চাহিদা মেটাতে একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে বিনোদনমূলক চ্যানেলগুলি। এই তালিকায় রয়েছে স্টার জলসার প্রথমসারির সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora)। একেবারে শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে এই সিরিয়াল। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।
এই ধারাবাহিকের অন্যতম ইউ এস পি খড়ির অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। সেইসাথে রয়েছে একের পর এক ধামাকাদাড় এপিসোড। যার ফলে ইতিমধ্যেই টিআরপি তালিকায় সেরার মুকুট নিজেদের দখলে এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই গাঁটছড়া সিরিয়াল। দর্শকদের মনোরঞ্জন করতে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্যনতুন চমক।
কিছুদিন আগেই জামাইষষ্ঠী স্পেশাল পর্বে দেখা গিয়েছে ঋদ্ধি (Khori),খড়ি (Khori)-কে জব্দ করতে, ভট্টাচার্য বাড়ি বিক্রি করে দিদিকে ফাঁসিয়ে দিয়েছিল রাহুল আর দ্যুতি।আসলে দিনের পর দিন ঋদ্ধি খড়িকে কাছাকাছি আসতে দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল রাহুল আর দ্যুতি তাই তারা ছক কষে খড়ির চোখে ঋদ্ধি খারাপ প্রমাণিত করার। তাই রাহুল নিজে খুড়িদের পুরোনো ভিটেবাড়ি বাড়ি বিক্রি করে দিয়ে দোষ চাপিয়ে দেয় ঋদ্ধির নামে।
তবে না মানলেও সবাই একথা বিশ্বাস করতে বাধ্য হন বাড়ির বড় জামাই বিক্রি করে দিয়েছেন তাদের বাড়ি।কারণ সেই জমির দলিলে সই রয়েছে ঋদ্ধির। কিন্তু খড়ি মনেপ্রাণে বিশ্বাস করে ঋদ্ধি নির্দোষ। তাই ঋদ্ধিকে নির্দোষ প্রমাণ করতে তারা দুজনেই নিয়েছিল ছদ্মবেশ। এরই মধ্যে হাতেনাতে ধরা পড়ে গিয়েছে রাহুল। কিন্তু প্রতিবারের মতো এবারও ধরা পড়ে গিয়েও সে ঘুরিয়ে দোষ দিয়ে দেয় পিসেমশাই এর নামে।
এরই মধ্যে সিরিয়ালে আসতে চলেছে আরো এক নতুন মোচড়। এসে গিয়েছে ‘গাঁটছড়া’ সিরিয়ালের নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে পুজো দিতে গিয়ে দেওর কুনালের (Kunal) সাথেই নিজের বোন বনির (Boni) বিয়ে দিয়ে সিংহ রায় বাড়ি নিয়ে এসেছে খড়ি। আর তখনই ছুটে এসে দ্যুতি বলতে শুরু করে ‘জিও খড়ি তোর জন্য আমরা তিন বোনই বড়লোক সিংহ রায় বাড়ির বউ’। ইতিমধ্যে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে গাঁটছড়া সিরিয়ালের এই প্রমো। আর দ্যুতির বলা ওই ডায়লগ শুনে হেসে গড়াচ্ছেন নেটিজেনদের একাংশ। আগামী ৪ থেকে ১০ জুলাই দেখা যাবে গাঁটছড়া সিরিয়ালের এই মহা সপ্তাহ।