• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিবারের মান-সম্মান বাঁচিয়েছে খড়ি! আনন্দে ভরা মঞ্চে বৌয়ের গালে চুমু খেল ঋদ্ধি, রইল ভিডিও

Published on:

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রোম্যান্স,Romance

স্টার জলসার প্রথমসারির জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘গাঁটছড়া’ (Gantchora)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। টিআরপি তালিকাতেও একেববারে শুরুর দিন থেকে  বাজিমাত করে চলেছে ঋদ্ধি (Ridhi)-খড়ি (Khori) জুটির নজরকাড়া রসায়ন। তাই প্রথম থেকেই টিআরপি তালিকাতেও নজরকাড়া রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছে ঋদ্ধি-খড়ি জুটি।

সদ্য  সিরিয়ালে খড়ি যেভাবে পরিবারের মান সম্মান বাঁচাতে সিংহ রায় পরিবারের মেয়ে বৌদের রাম্পে হাঁটার জন্য উদ্বুদ্ধ করছে তা দেখে দারুন উপভোগ করেছেন দর্শকরা। তাই অনেকেই মনে করছেন গোটা সিংহ রায় পরিবারের একসাথে রাম্পে হাঁটার এই পর্বের হাত ধরে আগামী সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করবে  গাঁটছড়া।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রোম্যান্স,Romance

প্রসঙ্গত এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন এই মুহূর্তে পরিবারের মান সম্মান বাঁচাতে মরিয়া খড়ি একের পর এক বাধা বিপত্তি পেরিয়ে পৌঁছে গিয়েছে জুয়েলারি ডিজাইনিং-এর কম্পিটিশনে। সেখানে দেখা গিয়েছে কারচুপি করে ইতিমধ্যেই দত্ত জুয়েলার্স  সিংহ রায় পরিবারের সমস্ত গয়নার ডিজাইন থেকে শুরু করে মডেল সবকিছু হাতিয়ে নিয়েছে।

গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,রোম্যান্স,Romance

কিন্তু খড়ি এত সহজে হার মানার মেয়ে নয়। তাই এমন একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন মাথাই  কাজ করছে না ঋদ্ধির। তখন শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য বাড়িরমেয়েদের সে বোঝায় এবার পরিবারের মান সম্মান বাঁচাতে সিংহ রায় পরিবারের মেয়ে বৌরাই হবে মডেল। তাদের থিম হবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সমস্ত প্রজন্মের বিয়ের পোশাক থেকে শুরু করে গয়নার কালেকশন।

ইতিমধ্যেই টিভিতে সম্প্রচারিত হয়েছে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে উঠে আসা ভারতীয় নারীদের বিয়ের  সাজ পোশাকের দৃশ্য। সিংহ রায় পরিবারের মেয়ে বৌদের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এরইমধ্যে আজকের পর্বেই  দেখা গিয়েছে শেষমেশ দত্তদের সমস্ত অহংকার চূর্ন করে সেরা গয়নার কম্পিটিশনের মুকুট উঠেছে খড়ির মাথায়। শোজ টপার হয়েছে সে। সেই সময় মঞ্চে তৈরি হয় একটা মিষ্টি মুহূর্ত। সকলের সামনে এইভাবে পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য ভালোবেসে খড়ির গালে চুমু খায় ঋদ্ধি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥