• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্ল্যাট ফিগার নিয়ে কটাক্ষ, মিলল সার্জারির পরামর্শ! বডি শেমিংয়ের যোগ্য জবাব দিলেন সোলাঙ্কি

Updated on:

Solanki Roy Reply to Body Shaming

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে বিগত বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সদ্য স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora) ছেড়ে  আপাতত ছুটি উপভোগ করছেন সোলাঙ্কি। যদিও তিনি ছিলেন সিরিয়ালের প্রধান নায়িকা। তাই প্রিয় নায়িকা খড়িকেই (Khori) দেখতে না পেয়ে প্রতিটা মুহূর্ত তাঁকে ভীষণ মিস করছেন দর্শকরা।

এরইমধ্যে সম্প্রতি একেবারে অন্যরকম একটা বিষয় নিয়ে সরব হতে দেখা গেল অভিনেত্রীকে। প্রসঙ্গত সদ্য মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘ফাটাফাটি’। আর এই সিনেমাটি মুক্তির পর থেকেই চারপাশে ব্যাপক আলোচনা চলছে বডিশেমিং নিয়ে। সম্প্রতি তেমনই ফাটাফাটি নিয়ে কথা বলতে গিয়ে ক্যালকাটা টাইমসের সাথে এক সাক্ষাৎকারে ‘বডি শেমিং’ নিয়ে সরব হয়েছিলেন সোলাঙ্কি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,বডি শেমিং,Body Shamming,ফাটাফাটি,Fatafati,জবাব,Reply,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty

তবে সত্যিই দেখে অবাক হতে হয়, আমাদের সমাজে আজও কিছু মানুষ আছেন যারা মেয়েদের সৌন্দর্য বিচার করেন সমাজের তৈরি নির্দিষ্ট মাপকাঠিতে। সাধারণ মানুষ তো বটেই এই বডি শেমিংয়ের শিকার হন তাবড় সেলিব্রেটিরাও। এই তালিকায় রয়েছেন সকলের প্রিয় খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায়। একসময় তাঁকেও শুনতে হয়েছে তাঁর ফিগার নিয়ে নানান কটাক্ষ।

Gantchora Serial Khori  Nababarsha special Matrirupen Sangsthita

সিরিয়াল সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজে দাপিয়ে কাজ করলেও একসময় অভিনেত্রীকে শুনতে হয়েছিল, তাঁর নাকি ঠিক নায়িকা সুলভ চেহারা নেই। সোলাঙ্কির কথায় ‘শরীরের মাপ হতে হবে এটা, বুকের মাপ হতে হবে ওটা। তথাকথিত ভারতীয় সৌন্দর্যের মাপকাঠিতে আমি পড়ি না। তাই বহু মানুষের নানা উপদেশ আমায় শুনতে হয়েছে।

এ প্রসঙ্গে পুরনো কথা মনে পড়ে যাওয়ায় হাসতে হাসতে অভিনেত্রী জানান একবার নাকি তাঁরই একটি ছবিতে কমেন্ট সেকশনে একজন তাঁকে কটাক্ষ করে লিখেছিলেন ‘ফ্ল্যাট্রন টিভি’। কেউ কেউ, আবার তাঁকে অস্ত্রোপচারেরও পরামর্শ দিয়েছিলেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সোলাঙ্কি রায়,Solanki Roy,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,বডি শেমিং,Body Shamming,ফাটাফাটি,Fatafati,জবাব,Reply,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty

সবশেষে নিন্দুকদের ধুয়ে দিয়ে সোলাঙ্কির সপাট জবাব ‘এইটা কেউ শেখায় না, যে কতটা ইয়ার্কি মারা যায়, আর কতটা ইয়ার্কি মারা যায় না।’ অভিনেত্রীর এমন জবাব এক কোথায় মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের। এমনই একজন অনুরাগী সোলাঙ্কির প্রশংসা করে লিখেছেন ‘এই কারণেই তো তুমি আমাদের আদর্শ, অনুপ্রেরণা।’ আবার কেউ লিখেছেন ‘সোলাঙ্কি রায়ের ফ্যান হতে পেরে গর্বিত। এইভাবেই এগিয়ে যাও’। প্রশংসা করে খোদ ফাটাফাটি অভিনেত্রী ঋতাভরী লিখেছেন ‘ও একজন রানি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥