• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বনির বিয়ে ভাঙতে অভিনব সাজে শান্তি গোপাল! প্রকাশ্যে ‘গাঁটছড়া’র জমজমাট বিয়ে পর্ব

পছন্দের বাংলা সিরিয়ালের একটা তালিকা করতে বসলে প্রথমেই কিন্তু উঠে আসে স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছাড়া’ (Gantchora) সিরিয়ালের নাম। এই সিরিয়ালের প্রধান নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়িকে (Riddhi-Khori) তো এককথায় চোখে হারায় দর্শক। তাই এই প্রিয় জুটিকে ভালোবেসে দর্শকরা নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’ (Khoriddhi)।

আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা ভিন্ন স্বাদের এই সিরিয়ালে নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ি ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরও একাধিক জুটি। যাদের মধ্যে অন্যতম খড়ির ছোট বোন বনি (Boni)। যে আবার পেশায় পুলিশ অফিসার। আর বনির নায়ক হলেন সিংহরায় বাড়ির ছোট ছেলে অর্থাৎ ঋদ্ধির ভাই কুনাল (Kunal)। যাকে বনি নাম দিয়েছে শান্তি গোপাল।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,কুনাল,Kunal,বনি,Boni,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

শান্ত শিষ্ট মুখচোরা স্বভাবের কুনাল বনিকে খুব ভালোবাসে। আগেই বিয়ে হয়ে গিয়েছে তাঁদের। যদিও মাত্র কদিন আগেই সেকথা সে বনিকে নিজের মুখে জানিয়েছে। কিন্তু এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন ডানপিটে স্বভাবের বনিকে শুরু থেকেই একেবারে পছন্দ করে না ‘শাশুমা’ অর্থাৎ কুনালের মা। তাই তিনি বড়োলোক সুন্দরী পামেলার সাথে কুনালের বিয়ে ঠিক করেছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,কুনাল,Kunal,বনি,Boni,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

তাই কুনালের মাকে চ্যালেঞ্জ করে বনির মাও ওই একই দিনে বনির বিয়ের আয়োজন করেছে। পাত্র বনিরই সহকর্মী ‘বি’।  এরইমধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে ঋদ্ধি খড়ির সাথে বলছে মনের কথা না বলতে পেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছে কুনাল। আর সেকথা শুনে খড়ি বলছে ওকে বাড়ি ফেরানোর একটাই উপায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গাঁটছড়া,Gantchora,স্টার জলসা,Star Jalsha,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,কুনাল,Kunal,বনি,Boni,বিয়ে,Marriage,নতুন প্রোমো,New Promo

এরপরেই দেখা যাচ্ছে ভট্টাচার্য বাড়িতে বনির বিয়ে হচ্ছে। কিন্তু শুভদৃষ্টি হওয়ার আগেই একমাথা ঘোমটা টেনে একটা বাচ্চা নিয়ে এন্ট্রি হয় এক মহিলার। সে বলে ‘না এই বিয়ে হতে পারে না, উনি বিবাহিত ওনার সন্তান আছে’। একথা শোনা মাত্রই সেখানে উপস্থিত ঋদ্ধির আর এক ভাই তথা ভট্টাচার্য বাড়ির বড় জামাই রাহুল ‘ঠকবাজ’ বলে বি কে বিয়ের আসন থেকে সরিয়ে দেয়।

এরপরেই ওই মহিলার সাথে রাহুলের ধাক্কা লাগতেই দেখা যায় ঘোমটার আড়ালে আসলে কোনো মহিলা নয় কুনাল ছিল। যা দেখে বিয়ের কনের সাজে থাকা বনি একেবারে চমকে যায়। আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে খড়ি আর ঋদ্ধি।  আগামীকাল অর্থাৎ সোমবারেই আসছে গাঁটছড়ার এই মহা সোমবার পর্ব।

site