• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ হাসি হাসল খড়িই! মিঠাইকে হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নীল গাঁটছড়া 

Published on:

Gantchora beat Mithai in best serial of the year title

বাংলা সিরিয়ালের জগতে অন্যতম মাইলস্টোন হল জি বাংলার মিঠাই (Mithai)। প্রায় দু’বছর ধরে বাংলার দর্শকদের মনোরঞ্জন করে চলেছে এই সিরিয়াল। মনোহরার মোদক পরিবারের সদস্যদের বড্ড ভালবাসেন দর্শক। এছাড়া এই মুহূর্তে জি বাংলার তথা বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম পুরনো সিরিয়াল মিঠাই।

তাই নতুন সিরিয়ালের ভীড়ে আজও দর্শকমহলে সমান জনপ্রিয় মিঠাই। আজ পর্যন্ত এই সিরিয়ালের জনপ্রিয়তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউই। সকলেই জানেন টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হওয়া থেকে এই পর্যন্ত একটানা ৫৬ বারের বেশি বেঙ্গল টপার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে মিঠাইরানি আর গোটা মোদক পরিবার।

Siddhartha Mithai

আজ পর্যন্ত মিঠাইয়ের এই জনপ্রিয়তার ধারে কাছে নেই কেউ। অন্যদিকে এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল গাঁটছাড়া।দর্শকমহলেএই সিরিয়ালেরও ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। যার ছাপ পড়েছে টিআরপি তালিকাতেও। বেশ কয়েকবার ‘বেঙ্গল টপার’-এর মুকুটও উঠেছে এই সিরিয়ালের মাথায়।

শুরুর দিন থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি বার বেঙ্গল টপার হওয়ার রেকর্ড মিঠাই রানী ঝুলিতে থাকলেও চলতি বছরের অর্থাৎ শুধুমাত্র ২০২২ সালের দিক দিয়ে বিচার করলে দেখা গিয়েছে এবছর মিঠাইকেও টপকে এগিয়ে গিয়েছে ঋদ্ধি-খড়ির গাঁটছড়া।

Gantchora serial upcoming track has been revealed

গত বছরের টিআরপি তালিকায়  একটানা ১৮ বার বেঙ্গল টপার হয়েছে গাঁটছড়া। আর এদিক দিয়ে দেখতে গেলে গত বছর ১৫ বার সেরার শিরোপা উঠেছিল মিঠাইয়ের মুকুটে। তাই গত এক বছরের নিরিখে মিঠাইকে টোপকে গিয়েছে খড়ি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের অনুরাগীদের আনন্দের শেষ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥