এই মুহূর্তে স্টার জলসার প্রথম সারির সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল গাঁটছড়া (Gantchora) এবং গোধূলি আলাপ (Godhuli Alap)। দুটি সিরিয়ালই শুরুর দিকে নেটিজেনদের তুমুল ট্রোলিংয়ের মুখে পড়লেও এখন কিন্তু দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছে এই দুই সিরিয়ালই। বিশেষ করে গাঁটছড়ার খড়ি আর গোধূলি আলাপের নোটের অভিনয়ের প্রশংসা ঘোরাফেরা করে দর্শকদের মুখে মুখে।
গাঁটছড়া সিরিয়ালের নায়িকা খড়ির চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy) অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। এছাড়া তার বিপরীতে নায়ক ঋদ্ধিমান সিংহরায়ের চরিত্রে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কেও (Gourab Chatterjee)দারুন পছন্দ দর্শকদের। অন্যদিকে গোধূলি আলাপ সিরিয়ালে অসম বয়সী জুটি নোলক আর অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন নবাগতা টেলিভিশন অভিনেত্রী সোমু সরকার (Somu Sarkar) এবং প্রবীণ অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen) ।
এই বয়সে এসেও কৌশিক সেনের অরিন্দম চরিত্র টি কিন্তু দর্শকমহলে বেশ জনপ্রিয়। তবে ইদানীং এই দুই সিরিয়ালের গল্প বইছে উল্টো খাতে। যা দেখে বলাই যায় কারও ‘পৌষ মাস তো কারও সর্বনাশ’। আসলে সম্প্রতি চ্যানেলের তরফে এই দুই সিরিয়ালেরই একটি করে ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে এমনই দুটি পৃথক ঘটনা।
এই দুই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ইদানীং খড়ির প্রতি মন গলেছে গোমড়ামুখো ঋদ্ধির। এমনকি ঋদ্ধির মাও নিজের মন থেকে আশীর্বাদ করে মেনে নিয়েছেন খড়িকে। এরইমধ্যে অফিসের কাজে বাইরে গিয়েছে খুনসুটি। তাই খড়ি ঋদ্ধিকে ফোন করতেই তাদের মধ্যে শুরু হয়ে যায় মিষ্টি ঝগড়া। এদিকে ঋদ্ধি বেশ বুঝতে পারছে খড়ি তাকে মিস করছে, অন্যদিকে খড়ি কিছুতেই তা স্বীকার করবে না। অর্থাৎ গাঁটছড়ায় খড়ি ঋদ্ধির পৌষ মাস থুড়ি রোম্যান্স চলছে চুটিয়ে।
অন্যদিকে গোধূলি আলাপ সিরিয়ালের ভিডিওতে দেখা যাচ্ছে,হঠাৎই মহা বিপদের মুখে পড়েছে নোলক আর অরিন্দম। ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার ঘরে দাঁড়িয়ে নোলক এক নাগারে উকিল বাবুকে ডেকে যাচ্ছে। এমন সময় হাতে খাঁড়া নিয়ে কালো মুখোশে মুখ ঢুকিয়ে এগিয়ে আসছে একজন। সে অরিন্দম কে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বহুরূপীর সাজে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তবে এই ভিডিও দেখে দর্শকরা বলছেন এটা আসলে নোলকের স্বপ্ন।