• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্যান্টের চেন খোলা অবস্থায় হট ঋদ্ধি! অনস্ক্রিন বরের ৮ প্যাক দেখে মাথা ঘুরে গেল খড়ির

Published on:

Gantchora actor Gourab Chatterjee's bold photoshoot goes viral

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় টেলি অভিনেতা (Telly Actor) হলেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। তবে শুধু অভিনেতা হিসেবেই নয়, তার রয়েছে আরও একটি পরিচয়। তিনি হলেন বাংলার মহানায়ক উত্তম কুমারের নাতি। বাংলা বিনোদন জগতের জনপ্রিয় এই অভিনেতা সারা বছর ব্যস্ত থাকেন নিজের অভিনয়ের কাজে। বর্তমানে তিনি গাঁটছাড়া (Gantchora) সিরিয়ালে ঋদ্ধিমান সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন।

একসময় ‘ভালোবাসার অনেক নাম’ ছবির হাত ধরে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল অভিনেতার। তবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দুর্গা’ তে অভিনয় করেই দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘করুণাময়ী রানী রাসমণি’,‘বধূবরণ’, ‘ঘরে ফেরার গান’, ‘আদরিনী’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,টেলি অভিনেতা,Telly Actor,গাঁটছাড়া,Gantchora,বোল্ড ছবি,Bold Phto,সোলাঙ্কি রায়,Solanki Roy,Photoshoot,ফটোশুট,Viral,ভাইরাল

প্রসঙ্গত দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দারুণ ফিটনেস ফ্রীক উত্তম কুমারের এই নাতি। অভিনয় ছাড়াও সারাদিনের বেশ কিছুটা সময় তিনি জিমেই কাটান। যার ফলস্বরূপ এরই মধ্যে এইট প্যাক অ্যাবসের দুর্দান্ত ফিগার বানিয়ে ফেলেছেন তিনি। আর গতকাল অর্থাৎ রবিবাসরীয় ছুটির দিনে তার সেই হটনেস দেখে  ক্নিনবোল্ড হয়ে গিয়েছেন বাংলার অসংখ্য তরুণী।

Gourab Chatterjee and Solanki Roy

খালি গায়ে প্যান্টের চেন খোলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত আগুন ধরিয়ে দিয়েছিলেন পর্দার ঋদ্ধিমান সিংহ রায়। টলি পাড়ার জনপ্রিয় এই অভিনেতার ছবি দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছিল অসংখ্য অনুরাগীদের শুভেচ্ছা বার্তা। তবে শুধু অনুরাগীরাই নন সেই সাথে নজর কেড়েছে বাংলা ইন্ডাস্ট্রির  একাধিক অভিনেতা অভিনেত্রীরাও।

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,টেলি অভিনেতা,Telly Actor,গাঁটছাড়া,Gantchora,বোল্ড ছবি,Bold Phto,সোলাঙ্কি রায়,Solanki Roy,Photoshoot,ফটোশুট,Viral,ভাইরাল

কমেন্ট সেকশনে গৌরবের বাল্যবন্ধু তথা  সহ অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন ‘আরে পাগলা। আগুন লাগিয়ে দিয়েছিস তো।’অন্যদিকে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বেশ মজা করেই লিখেছেন, ‘উফফ ভাই ৮ টা আছে, দুটো অন্তত ধার দে’। উত্তরে গৌরব লিখেছেন আচ্ছা দিলাম। অন্যদিকে পর্দার ভাসান বাপ্পি অর্থাৎ রোহন ভট্টাচার্য লিখেছেন, ‘আরে ভাই কেউ এসি অন করো প্লিজ’।

গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,টেলি অভিনেতা,Telly Actor,গাঁটছাড়া,Gantchora,বোল্ড ছবি,Bold Phto,সোলাঙ্কি রায়,Solanki Roy,Photoshoot,ফটোশুট,Viral,ভাইরাল

কমেন্ট করেছেন অভিনেতার অনস্ক্রিন বৌ তথা খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায়ও। কোনো মন্তব্য না করলেও আগুনের ইমোজি দিয়েই নিজের মনের ভাব বুঝিয়ে দিয়েছেন তিনি। সেইসাথে চলল দেদার ট্রোলিংও। কমেন্ট সেকশনে কেউ কেউ লিখেছেন ‘উত্তম কুমারের নাতি হিসাবে তার মানটা রাখুন’। আবার একজন লিখেছেন ‘প্যান্টের চেন খুলে আবার কি স্টাইল’?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥