• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জমজমাট গাঁটছড়া! গর্ভবতী দ্যুতির দায়িত্ব নিল ঋদ্ধি, রাহুলের সাথেই হবে বিয়ে, ভাইরাল প্রোমো

এমনিতেই সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের ডালি নিয়ে হাজির হয় বিনোদনমূলক চ্যানেল গুলি। এই তালিকায় রয়েছে স্টার জলসার মতো একাধিক বিনোদনমূলক চ্যানেল গুলি। এই চ্যানেলের শো’জ টপার সিরিয়াল গাঁটছড়া (Gantchora) একেবারে শুরু থেকেই একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে। এই কারণে খুবই অল্প সময়ের মধ্যেই দর্শকদের অত্যন্ত পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে এটি।

এই ধারাবাহিকের অন্যতম ইউ এস পি হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায়ের (Solanki Roy) তুখোড় অভিনয়। নায়িকা খড়ির চরিত্রে তার তুখোড় অভিনয় দক্ষতাকে হাতিয়ার করেই একের পর এক ধামাকাদাড় এপিসোড দিয়ে ইতিমধ্যে টিআরপি তালিকায় সেরার মুকুট নিজের দখলেই রেখে তাক লাগিয়ে দিয়েছে গাঁটছড়া সিরিয়াল। যার ফলে এই মুহূর্তে রীতিমতো জমে উঠেছে এই সিরিয়াল।

   

গাঁটছড়া,Gantchonra,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,দ্যুতি,Dyuti,নতুন ট্যুইস্ট,New Twist

সিরিয়ালে সদ্য বিবাহিত খড়ি আর ঋদ্ধির টক, ঝাল, মিষ্টি সম্পর্কের রসায়ন দেখে চোখ ফেরাতে পারে না দর্শকরা। আর ইদানীং টিআরপি তালিকায় বিরাট রদবদল ঘটিয়ে এই সিরিয়ালকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক,তারা সকলেই জানেন ইতিমধ্যেই সিরিয়ালে এসেছে বড়সড় ট্যুইস্ট।

গাঁটছড়া,Gantchonra,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,দ্যুতি,Dyuti,নতুন ট্যুইস্ট,New Twist

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা যাচ্ছে রাহুলের অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক হতেই দ্যুতির গর্ভবতী হওয়ার খবর সামনে এসেছে। তাই খড়িবাড়ি ঠিক করে নিয়েছে সে যে করেই রাহুলের সত্যিটা সবার বিশেষ করে ঋদ্ধির সামনে এনে দিদি দ্যুতির অধিকার ফিরিয়ে দেবে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের একটি পর্বের ছোট ভিডিওতে দেখা গিয়েছে খড়ির সাথেই ছদ্মবেশে রাহুলের খোঁজ নিতে একটা হোটেলে গিয়েছে ঋদ্ধি।

গাঁটছড়া,Gantchonra,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,দ্যুতি,Dyuti,নতুন ট্যুইস্ট,New Twist

এরইমধ্যে দেখা যাচ্ছে দ্যুতির অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে বাড়ি বয়ে পাড়ার লোকজন দ্যুতিকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসেছে। গায়ে তুলতেও রেয়াত করেনি তারা। এমন সময় ঋদ্ধি কে সাথে নিয়ে বাড়িতে এসে পড়ে খড়ির। এরপর সবার প্রশ্নের মুখে পড়ে বড় সিদ্ধান্ত নেয় ঋদ্ধি। সবার মুখের জানিয়ে দেয় সে দায়িত্ব নিচ্ছে দ্যুতির সন্তানের যে বাবা অর্থাৎ রাহুলের সাথেই বিয়ে হবে তার।