স্টার জলসায়(Star Jalsha) সম্প্রচারিত ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকটির জনপ্রিয়তা দেখার মতো। এই সিরিয়ালেই খলনায়ক রাহুলের (Rahul) চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন টলি (Tollywood) অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। নেতিবাচক চরিত্র হলেও তাঁর অভিনয় দারুণ পছন্দ দর্শকদের। সম্প্রতি অনিন্দ্যরই একটি ছবি প্রকাশ্যে এসেছে যা দেখে চিন্তায় পড়েছেন অনুরাগীরা।
‘গাঁটছড়া’র রাহুল তথা অনিন্দ্য এমন একজন অভিনেতা (Actor) যিনি সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রচণ্ড সক্রিয় থাকেন। সেখানে নিজের জীবনের নানান মুহূর্তের ছবি, ভিডিও ভাগ করে নেন। সম্প্রতি নেটপাড়াতেই হাসপাতালের (Hospital) বিছানায় শুয়ে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মাথায় এবং নাকে জড়ানো রয়েছে ব্যান্ডেজ।
স্বাভাবিকভাবেই প্রিয় অভিনেতাকে এভাবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখে অনিন্দ্যর অনুরাগীরা বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। হঠাৎ করে কী এমন হল? কোনও দুর্ঘটনা ঘটেনি তো তাঁর? এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাঁদের মনে। এসবের মাঝেই মিলল আসল উত্তর।
আসলে অনিন্দ্যর শেয়ার করা ভিডিও ভালো করে দেখলে দেখা যাবে, তাঁর বেডের ঠিক পিছনেই বসে রয়েছেন তাঁর অনস্ক্রিন স্ত্রী দ্যুতি অর্থাৎ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য সহ ‘গাঁটছড়া’ টিমের আরও বেশ কিছু সদস্য। জোরকদমে চলছে ধারাবাহিকের শ্যুটিং। আদতে শ্যুটিং ফ্লোর থেকেই এই ছবি শেয়ার করেছেন অভিনেতা।
এর থেকে বেশ বুঝে নেওয়া যাচ্ছে, ‘গাঁটছড়া’র রাহুল চরিত্রটি কোনও বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে চলেছে। সেই কারণেই মাথায়-মুখে ব্যান্ডেজ জড়িয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে সে। তবে অনিন্দ্যর অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ তাঁদের প্রিয় অভিনেতা শ্যুটিং ফ্লোর থেকে ছবিটি শেয়ার করেছেন।
View this post on Instagram
‘গাঁটছড়া’য় খলনায়ক রাহুলের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অনিন্দ্য। নায়ক-নায়িকা ঋদ্ধি-খড়ির পাশাপাশি রাহুল এবং দ্যুতির জুটিও বেশ পছন্দ দর্শকদের। কয়েকদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল, এই ধারাবাহিক নাকি শীঘ্রই শেষ হতে চলেছে। তবে ধারাবাহিকের কলাকুশলীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই খবরে কোনও সত্যতা নেই, সবটাই আদতে গুজব।