সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘গাঁটছড়া’ (Gantchora) এর একজন পরিচিত অভিনেত্রী। মাঘ মাস পরতেই চারদিকে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রেটি একে একে বিয়ে করছেন সকলে। আর এবার টলিপাড়ার এক নতুন জুটির বিবাহ সম্পন্ন হল।
মাত্র কদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ‘তোমায় আমায় মিলে’ খ্যাত উষসী অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Rusha Chatterjee) এবং ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালের বাহামনি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আর এবার জানা গেল গাঁটছড়া সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা পাত্র (Sampurna Patra)। কিন্তু কে এই সম্পূর্ণা?
গাঁটছড়া সিরিয়ালের রিমা-কে মনে আছে? সেই রিমা যে রাহুলের মেয়ে রিমঝিমের মায়ের চরিত্রে অভিনয় করেছিল। কিছুদিন আগেই ধারাবাহিকে অসুখে মৃত্যু হয়েছে তার। তবে এবার বাস্তব জীবনে তিনি তার দীর্ঘদিনের প্রেমিক সমরজিৎ সরকারের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন। জানা যায় বহুদিন ধরে তারা একে অপরের সাথে সম্পর্কে ছিলেন। অবশেষে পরিণতি পেয়েছে তাদের দীর্ঘদিনের সেই মিষ্টি সম্পর্ক।
এমনিতে বরাবরই প্রেম নিয়ে খুল্লাম খুল্লা ছিলেন সম্পূর্ণা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দুজনে একসাথে ছবি শেয়ার করে থাকেন তারা। বিয়ের দিনে নববধূ সম্পূর্ণা সেজেছিলেন টুকটুকে লাল বেনারসিতে। মাথায় টোপর আর গা ভর্তি সোনার গয়নায় দারুন পর্দার রিমাকে তো চেনা দায়।
রংমিলিয়ে সমরজিৎও পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছায় ভরিয়েছিলেন টলি পাড়ার একাধিক তারকা। মিষ্টি জুটির বিয়েতে হাজির ছিলেনছোটপর্দার লোকনাথ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। নবদম্পতির মাঝে উপস্থিত থেকেই এদিন তিনি তাদের আশীর্বাদ করেছিলেন দুহাত ভরে। প্রসঙ্গত ইতিপূর্বে গাঁটছড়া ছাড়াও সম্পূর্ণা অভিনয় করেছেন ‘খেলনা বাড়ি’ এবং ‘কাঞ্চি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে।