বর্তমানে বিটাউনে জোর চর্চায় রয়েছে রয়েছে আলিয়া ভাটের ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। আর পাঁচটা কমার্শিয়াল ছবির থেকে একবারে হাটকে এই ছবির কাহিনী। নিজের কিউট লুক্স ঝেড়ে একেবারে অন্যরূপে নিজের অভিনয়ের দক্ষতা প্রমান করেছেন আলিয়া এই ছবির মাধ্যমে। তবে সিনেমার সফল হওয়ার পিছনে সবচাইতে বড় অবদান আসলে ছবির কাহিনীর। কিন্তু ছবির কাহিনীকারকে কজন চেনেন!
আজ আপনাদের ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ লেখকের সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো। শুধু গাঙ্গুবাঈ নয় এমন একাধিক বেস্ট সেলিং ক্রাইম থ্রিলার কাহিনী লিখেছেন লেখক এস হুসেন জাইদি (S Hussain Zaidi)। তারই লেখা গাঙ্গুবাঈ আজ চর্চার বিষয় থেকে প্রশংসার ভাগীদার হয়েছে। দমদার কাহিনীর সাথে আলিয়ার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আম দর্শক থেকে তারকারাও। তবে গাঙ্গুবাঈয়ের আগেও একাধিক হুসেন জাইদির ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে জয়েন্ট স্ক্রিনের পাশাপাশি ওটিটিতেও দুর্দান্ত সব ক্রাইম সম্পর্কিত কাহিনী দেখা যায়। সেখানেও নিজের কাহিনী দিয়েছেন লেখক। ১৯৯৩ সালের মুম্বাই ব্লাস্টের কাহিনী নিয়ে তৈরী হওয়া ‘ব্ল্যাক ফ্রাইডে’ ছবিটিও তারই লেখা। ২০০২ সালে গোটা বোমা ব্লাস্টের খুঁটি নাতি নিয়ে একটি উপন্যাস লিখেছিলেন তিনি। যার নাম ‘ব্ল্যাক ফ্রাইডে: দ্য ট্রু স্টোরি অব দ্য বম্বে বম্ব ব্লাস্ট’। সেই থেকেই অনুপ্রেরণা নিয়ে তৈরী হয়ে ছবি।
২০১৩ সালের জন আব্রাহামের ছবি ‘শ্যুটআউট অ্যাট বডালা’ ছবিটিও জাইদির লেখা, ‘ডোংরি টু দুবাই: সিক্স ডিকেডস অব দ্য মুম্বই মাফিয়া’ থেকে নেওয়া। এরপর ২০১৫ সালে রিলিজ হওয়া ‘ফ্যান্টম’ ছবি নিশ্চই মনে আছে দর্শকদের। জাইদির লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার’ থেকে তৈরী করা হয়েছিল ছবিটি। যেখানে সাইফ আলী খান ও ক্যাটরিনাকে দেখেছেন দর্শকেরা।
গতবছর রিলিজ হওয়া ‘লাহৌর কনফিডেন্সিয়াল’ ছবির কাহিনীও লেখেন হুসেন জাইদি। যেখানে রিচা চাড্ডাকে মূল চরিত্রে দেখা গিয়েছে। দুর্দান্ত অভিনয় দিয়ে সকলের মন জিতে নিয়েছেন তিনি। অবশ্য এর আগেও এমনই একটি ওয়েব সিরিজ ‘লন্ডন কনফিডেন্সিয়াল ‘ এর কাহিনী লিখেছিলেন তিনি।