• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখেই বড় কথা, বাস্তবে রূপান্তরকামী চরিত্রে পুরুষ! মুক্তির আগে বিতর্কের মুখে গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি

সম্প্রতি মুক্তি পেয়েছে বহুপ্রতীক্ষিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)’ ছবির ট্রেলার। সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবিতে মূল গাঙ্গুবাই চরিত্রে থাকছেন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। এর আগে গাঙ্গুবাঈ রূপে আলিয়ার ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। তবে এবার ট্রেলার মুক্তি পেতেই শুরু হল বিতর্ক। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িকে ঘিরেস শুরু হল ট্রান্সজেন্ডার বিতর্ক।

ট্রেলারের ভিডিওতে দেখা যাচ্ছে গাঙ্গুবাঈয়ের পাশাপাশি রাজিয়াবাইকেও দেখানো হয়েছে কিছু সময়ের জন্য। রাজিয়াবাই গাঙ্গুবাঈয়ের প্রতিদ্বন্ধি তো বটেই সাথে একজন ট্রান্সজেন্ডার। আর রাজিয়াবাইয়ের চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা বিজয় রাজ (Vijay Raaz)। বহু প্রতীক্ষিত এই ট্রেলার রিলিজ হবার পরেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। আলিয়াকে একেবারে অন্য ধরণের চরিত্রে দেখে অনেকেই প্রশংসা করেছেন।

   

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi,Gangubai Kathiawadi Trailer,Vijay Raaz,Vijay Raaz as transgender,বিজয় রাজ,আলিয়া ভাট,রাজিয়া বাই

তবে প্রশংসার পাশাপাশি ট্রেলারের টুকরো দৃশ্য যত্ন প্রশ্নের উদয় ঘটিয়েছে নেটিজেনদের মনে। নেটিজেনদের মতে, ছবিতে রাজিয়াবাইয়ের চরিত্রে কেন কোনো ট্রান্সজেন্ডারকে সুযোগ দেওয়া হল না? অভিনেতা বিজয় রাজের বদলে যদি সত্যিই একজন ট্রান্সজেন্ডার শিল্পীকে সুযোগটা দেওয়া হাত তাহলে আরও ভালো মানাতো ও ছবিটির গ্রহণযোগ্যতাও আর বাড়ত।

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi,Gangubai Kathiawadi Trailer,Vijay Raaz,Vijay Raaz as transgender,বিজয় রাজ,আলিয়া ভাট,রাজিয়া বাই

নেটিজেনদের মতে, ‘পুরুষ অভিনেতাদের ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করানোটা এবার বন্ধ করতে পারে না বলিউড? ২০২২ সালে দাঁড়িয়ে আমি নিশ্চিত যে আমাদের দেশে যথেষ্ট প্রতিভাবান শিল্পীরা রয়েছে। একজন ট্রান্সজেন্ডারের চরিত্র সবচাইতে ভালো একজন রূপান্তরকামীই ফুটিয়ে তুলতে পারবেন’।

গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি,Gangubai Kathiawadi,Gangubai Kathiawadi Trailer,Vijay Raaz,Vijay Raaz as transgender,বিজয় রাজ,আলিয়া ভাট,রাজিয়া বাই

আরেকজনের মতে, ‘সবটাই সুযোগ পাওয়ার ব্যাপার। আমাদের দেশে রূপান্তরকামীদের নিয়ে গল্প লেখা থেকে শুরু করে আস্ত সিনেমা পর্যন্ত তৈরী হয়। কিন্ত সেই ছবিতে রূপান্তরকামীদেরকেই অভিনয়ের সুযোগ দেওয়া হয় না’। যদিও অভিনেতা বিজয় রাজ নিজের অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন। কমেডি থেকে শুরু করে সমস্ত চরিত্রে নিজের দক্ষ অভিনয়ের প্রমাণ রেখেছেন। এমনকি গাঙ্গুবাঈ ছবিতেও তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। তবে সিনেমাতে চাইলেই একজন রূপান্তরকামীকে কাস্ট করা যেত। এই না নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।