টিভির পর্দায় নানান স্বাদের কাহিনী দেখতে পাওয়া যায় নানা সিরিয়ালের মধ্যে দিয়ে। এই সমস্ত সিরিয়ালগুলোর মধ্যে বেশ কিছু সিরিয়াল দর্শকদের মনে ধরে যায়। যেটা রীতিমত নিয়ম করে প্রতিদিন দেখেন তাঁরা। সাধারণত বেশীরভাগ সিরিয়াল তৈরি নারীকেন্দ্রিক চরিত্রদের নিয়ে। তাই সিরিয়ালের টিআরপি রেটিং এগিয়ে নিয়ে যাওয়ার দায়ীত্ব থাকে সিরিয়ালের নায়িকাদের কাঁধেই। সেদিক দিয়ে দেখতে গেলে ব্যতিক্রম হল স্টার জলসার গঙ্গারাম। এই সিরিয়ালের নায়কের নাম গঙ্গারাম। সে পেশায় গায়ক।
বিভিন্ন সময় বিভিন্ন গান গাইতে গিয়েই লোক হাসান তিনি। চলে মিম এবং ট্রোলের বন্যা। একবার নয় গত এক বছর ধারাবাহিকটি চলছে আর এই কদিনে বহুবার ট্রোলের মুখে পড়েছে গঙ্গারাম। ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অভিষেক বসু (Abhisekh Basu)। অসাধারণ গানের গলা রয়েছে গঙ্গারামের। কিন্তু শহরের চতুরতা থেকে অনেক দূরে একেবারে সাদামাটা মাটির মানুষ সে। কিভাবে বড় শহরে নিজেকে গানের গলা নিয়ে প্রতিষ্ঠিত করবে সেই নিয়েই সিরিয়ালের কাহিনী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পর্ব যেখানে দেখা যাচ্ছে, নিজের মিউজিক অ্যালবাম রিলিজের জন্য একটি প্রেস মিট করছেন গ্রামের ছেলে গঙ্গারাম। সেখানে সকলের অনুরোধে গিটার হাতে নিয়ে এ আর রহমানের গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি গাইছেন গঙ্গারাম ওরফে অভিষেক বোস। একদম অরজিনাল গানেই গীটার হাতে নিয়ে লিপ মেলাতে দেখা গিয়েছে তাকে৷
তবে অভিনেতার গীটার বাজানোর কায়দা দেখে হেসে লুটোপুটি দেওয়ার জোগাড় দর্শকদের। নেটিজেনদের বক্তব্য গানটাকে জীবীত কবর দেওয়া হয়েছে। কেউ আবার ঠাট্টা করে বলেই ফেলেছেন, ‘গিটার কীভাবে ধরতে হয় তাও জানে না!’ আরেকজনের প্রশ্ন, ‘এর পরের কণ্ঠস্বর কার হবে? জাস্টিন নাকি চার্লি?’
একজন মজা করে লিখেছেন, “ভাগ্যিস স্বয়ং A.R Rahman ধারাবাহিকটি দেখেন না, দেখলে তিনি নির্ঘাত আত্মহত্যা করতেন। ” আবার একজন লিখেছেন, “সিরিয়ালে দেখানো হচ্ছে নায়ক হিন্দিতে কথা বলতে পারেনা বুঝতে পারেনা, অথচ গান গাইছে ইয়ার্কির একটা সীমা থাকা উচিৎ। ”
View this post on Instagram
জানিয়ে রাখি প্রাইম টাইম থেকে এসব কারণেই স্লট হারিয়েছে গঙ্গারাম৷। ছোট পর্দার কিয়ান নিতে চলেছে ‘গঙ্গারাম’-এর জায়গা। তবে এখনই শেষ হচ্ছে না টায়রা ম্যাডাম আর গঙ্গারামের প্রেমের গল্প। কারণ মাত্র ৩০ মিনিট পিছিয়ে গিয়েছে এই সিরিয়ালের সময়। অর্থাৎ আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে রাত ১০টায় দেখা যাবে এই সিরিয়াল।