বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিষেক বসু (Abishek Basu)। অভিনয়ের পাশাপাশি এই অভিনেতার ব্যাক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। তার সাথে টেলি অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের (Diya Mukherjee) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এখন অতীত। ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটির রাতারাতি বিচ্ছেদের খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য দিয়া এই মুহূর্তে মিঠাই সিরিয়ালে শ্রী চরিত্রে অভিনয় করছে, অন্যদিকে অভিষেক রয়েছেন স্টার জলসার গঙ্গারাম সিরিয়ালের প্রধান চরিত্রে। গত বছরের অগস্ট মাসের শুরুতেই এই সম্পর্কে ইতি টানেন দুজনে। বিচ্ছেদের কারণ নিয়েও কম জলঘোলা হয়নি। সেই বিচ্ছেদের কয়েক মাস যেতে না যেতেই ‘গঙ্গারাম’ সিরিয়ালের কো-স্টার সুরভি মল্লিকের (Surabhi Mallick) সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।
এই সম্পর্ক নিয়ে শুরু থেকেই কোনো রাখঢাক রাখেননি টেলি পাড়ার এই নতুন লাভবার্ডস। মাঝে মধ্যেই একে অপরের সাথে কাটানো নানান মিষ্টি মুহুর্তের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন এই জুটি। কিন্তু দিয়ার সাথে সম্পর্ক ভাঙার মাস কয়েকের মধ্যেই নতুন সম্পর্কে যাওয়া এখনও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় অভিষেককে।
তবে এবার কারও নাম করে কিছু না বললেও প্রেমিকার উদ্দেশে এদিন প্রকাশ্যেই খোলা চিঠি লিখলেন অভিষেক। এদিন সুরভির সাথে একটি মিষ্টি ছবি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে পর্দার গঙ্গারাম লিখেছেন,’কিছু মানুষ আছে, যারা তোর আর আমার খারাপ চায়। এবং তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা যায় আমরা যেন আনহ্যাপি থাকি। তোর-আমার ছবিতে আমাদের অভিশাপ দেয়, নিজেদের ভগবান মনে করে। কিন্তু কোনও নেগেটিভিটি আমাদের ক্ষতি করতে পারবে না সুর (সুরভী)। ‘
এখানেই শেষ নয়। নাম না নিয়েই দিয়ার সঙ্গে তার সম্পর্ক যে একটা ‘ভুল’ ছিল এদিন সেকথাও উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘আমার শিবজি আর তোর গণপতিজি জানেন, জীবনে অনেক ভুল পেরিয়ে যাকে খুঁজেছিলাম তাকে পেয়েছি। আর যারা আমাদের সমালোচনা করে চলেছে তাদের উদ্দেশে বলি, আমার জীবন, আমার পরিবার, আমার ভবিষ্যত- আমার দায়িত্ব, আমি কাউকে ছোট করি না, করতে চাইও না। কিন্তু কাছের আমার কাছের মানুষকে সোশ্যাল মিডিয়ায় উত্যক্ত করার কোনও অধিকার কারুর নেই। নিজেরা ভালো থাকুন, আর যারা নেতিবাচক মনোভাব ছড়ানোর চেষ্টা করছেন তারা ভুল করছেন’।