• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাতপাকে বাঁধা পড়লেন গঙ্গারামের ‘টায়রা’! সোহিনীর বিয়েতে জমিয়ে খেলেন রিল লাইফ বর

Published on:

Sohini Guha Roy

টলিপাড়ায় (Tollywood) এখন কেবলই খুশির মেজাজ। এই বিয়ের মরসুমে গাঁটছড়া বেঁধেছেন একঝাঁক টলি তারকা। গত বছরের শেষে বিয়ে সেরবছেন গৌরব-দেবলীনা। আর এই বছরের শুরু থেকেই চার হাত এক হয়েছে ইমন চক্রবর্তী- নীলাঞ্জন ঘোষ থেকে শুরু করে, ত্বরিতা সৌরভ সহ অনেকেরই। এদিকে আজই বিয়ের পিঁড়িতে বসছেন নীল তৃণা।

Sohini Guha Roy  Gangaram

আর এই মরসুমেই সাতপাকে বাঁধা পড়েছেন টলি মহলের আর এক পরিচিত মুখ গঙ্গারাম (Gangaram) ধারাবাহিকের ‘টায়রা’ ওরফে সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)।

Sohini Guha Roy  Gangaram

 

মাত্র কয়েকদিন আগেই রিল লাইফে বিয়ে হয়েছে টায়রার। কিন্তু এবার আর লাইট ক্যামেরা অ্যাকশন বলে নয়, একদম হিন্দু ধর্ম মতে মন্ত্র উচ্চারণ করেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গেই অগ্নিসাক্ষী রেখে সাত পাক ঘুরলেন সোহিনী।

Sohini Guha Roy  Gangaram

বিয়েতে উপস্থিত ছিলেন টলিপাড়ার একঝাঁক সুন্দরী। মিষ্টি দাস, প্রত্যুষা পাল, ঐশ্বর্য সেন, ভাবনা বন্দ্যোপাধ্যায়, সোনাল মিশ্র সকলেই সোহিনীর বন্ধু।

Sohini Guha Roy  Gangaram

তবে সবার নজর কেড়ে রিল লাইফের বউয়ের আমন্ত্রণে বিয়ের আসরে হাজির হয়েছিলেন স্বয়ং ‘গঙ্গারাম’ ওরফে অভিনেতা অভিষেক বসু। কালো পাঞ্জাবি সোনালি জহর কোটে একদম ভরপুর মজা করলেন অভিনেতা। খেলেন কব্জী ডুবিয়েও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥