• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীত পড়ার আগেই সুখবৱ টেলিপাড়ায়! খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসছেন পর্দার গঙ্গারাম 

Published on:

Gangaram actor Abhishek Surabhi getting marriad very soon

এই মুহূর্তে বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় লাভ বার্ডস  হলেন ‘গঙ্গারাম’ (Gangaram)  অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং অভিনেত্রী সুরভি মল্লিক (Surabhi Mallick)। টেলিপাড়ার এই জনপ্রিয় জুটির  সম্পর্ক এখন ওপেন সিক্রেট। শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোন রকম রাগ-ঢাক রাখেননি পর্দার গঙ্গারাম এবং রিনি।

গত বছরের নভেম্বরেই জনসমক্ষে শিলমোহর দিয়েছিলেন নিজেদের সম্পর্কে। প্রসঙ্গত সুরভীর আগে মিঠাই সিরিয়ালের শ্রী অভিনেত্রী দিয়া মুখার্জির সাথে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন অভিষেক। কিন্তু হঠাৎ আচমকা তাদের সম্পর্কে তিক্ততাআসতে থাকে এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়ে যায়। সে সময় দিয়া অভিষেক দুজনেই নিজেদের প্রোফাইল থেকে একে অপরের সাথে সমস্ত ছবি ডিলিট করে দিয়েছিলেন।

Abhishek Bose and Surabhi Mallick

প্রসঙ্গত দিয়ার সাথে সম্পর্ক ভাঙার তিন মাসের মধ্যেই নতুন সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে এনে অনেকের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই জুটিকে।অভিনেত্রী দিয়ার অনেক অনুরাগীরাও কথা শুনেছিলেন সুরভীকে। সেই সময় এও শোনা গিয়েছিল সুরভীর সাথে সম্পর্কে থাকাকালীনই নাকিবিচ্ছেদ হয়েছিল অভিষেক-দিয়ার।  এবার বছর ঘোরার আগেই পরিণতি পেতে চলেছে সেই সম্পর্ক।

গঙ্গারাম,Gangaram,অভিষেক বসু,Abhishek Bose,সুরভি মল্লিক,Surabhi Mallick,বিয়ে,Marrige

শোনা যাচ্ছে সুখবর শুভ কাজে দেরি না করে আগামী বছরই চার হাত এক হতে চলেছে এই জুটির। জানা যাচ্ছে ইতিমধ্যেই অভিষেক এবং সুরভী দুজনের পরিবারের সাথেই হয়ে গিয়েছে পাকা কথা। এই মুহূর্তে অভিষেককে দেখা যাচ্ছে স্টার জলসার নাচের রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়রের’ ক্যাপ্টেন হিসাবে। পাশাপাশি  এই চ্যানেলেরই জনপ্রিয় ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এ সদ্য একটি ক্যামিও  চরিত্রে এন্ট্রি হয়েছে তার।

গঙ্গারাম,Gangaram,অভিষেক বসু,Abhishek Bose,সুরভি মল্লিক,Surabhi Mallick,বিয়ে,Marrige

অন্যদিকে সুরভী এই মুহূর্তে অভিনয় করছেন ‘হরগৌরী স্পাইস হোটেল’ সিরিয়ালে নায়কের বৌদি তথা খলনায়িকা মিতালীর চরিত্রে। এছাড়া আগামী দিনে বেশ কিছু ওয়েব সিরিজের অফারও এসেছে অভিষেকের কাছে। তাই সমস্ত ব্যস্ততার সামলে আগামী বছরের মাঝামাঝি সময়ে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।

সম্প্রতি সাক্ষাৎকারে একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন অভিনেতা অভিষেক বসু নিজেই। এছাড়া সুরভী জানিয়েছেন তাদের দুজনের অনেক মিল তবে এর আগে অভিষেকের প্রেম ভাঙলেও এটা তার প্রথম সম্পর্ক। তাই খুব যত্ন নিয়েই এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥