• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁদারামকে শিব হয়ে বেশ লাগছে! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে গঙ্গারাম অভিনেতা অভিষেক 

Published on:

মহালয়া,Mohaloya,শিব,Shiv,অভিষেক বসু,Abhishek Bose

পুজো এসে গিয়েছে, এখন জোর কদমে চলছে প্রস্তুতি। পুজোর কেনাকাটা থেকে শুরু করে পুজোর প্যান্ডেল দেবী দুর্গার আগমনে মুখরিত বাংলার আকাশ বাতাস। সব মিলিয়ে যেন আর তর সইছে না বাঙালির। পুজো  আসার আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরে এসে যাবে বাঙালি দুর্গাপুজোর গৌরচন্দ্রিকা বলে পরিচিত মহালয়া (Mohaloya)।

সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বদলেছে বাঙালি দুর্গাপুজোর ধরন. সেই সাথে বদল এসেছে মহালয়ার অনুষ্ঠানেও। এখনকার দিনে চ্যানেলে চ্যানেলে চলে দেবী দুর্গার সাজার প্রতিযোগিতা। জি বাংলা থেকে কালার্স টিভি, কিম্বা স্টার জলসা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমস্ত চ্যানেলগুলির মহালয়ার প্রথম ঝলক।

মহালয়া,Mohaloya,শিব,Shiv,অভিষেক বসু,Abhishek Bose

এবছরের মহালয়ায় স্টার জলসায় দুর্গা হচ্ছেন জনপ্রিয় মোহর সিরিয়ালের অভিনেত্রী সোনামণি সাহা। তাছাড়া এই চ্যানেলে এ বছর দেবী দুর্গার বিভিন্ন রূপে দেখা যাবে খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায় ,ফড়িং অভিনেত্রী খেয়ালী, শ্যামা সিরিয়ালের নায়িকা তিয়াসা সহ আরো অনেককেই। এখানেই শেষ নয় এ বছরের মহালয়ায় স্টার জলসার তরফে রয়েছে আরও একাধিক চমক।

মহালয়া,Mohaloya,শিব,Shiv,অভিষেক বসু,Abhishek Bose

বিশেষ করে এবছর এই চ্যানেলের তরফে মহাদেবের চরিত্রে দেখা যাবে গঙ্গারাম সিরিয়ালের নায়ক তথা গঙ্গারাম অভিনেতা অভিষেক বসুকে (Abhishek Bose)। প্রথমবার টিভির পর্দায় দেবাধিদেব মহাদেবের চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছসিত অভিনেতা নিজেও। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করা হয়েছিল অভিনেতার  অভিষেক থেকে মহাদেবের রূপে সেজে ওঠার একটি ভিডিও।

মহালয়া,Mohaloya,শিব,Shiv,অভিষেক বসু,Abhishek Bose

এই ভিডিওতে দেখা যাচ্ছে  মাথায় জটা, বাহুতে রুদ্রাক্ষ পরে একটু একটু করে মেক আপের দিয়ে বেরিয়ে আসছে তার মহাদেবের রূপ। পর্দার গঙ্গারামকে মহাদেবের রূপে দেখে সোশ্যাল মিডিয়ায় তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  কেউ মুখের ওপরে বলে দিয়েছেন বেমানান! আবার কারও কটাক্ষ ‘বাপ রে এটা শিব (Shiv)’ আবার মজা করে হলেও একজন লিখেছেন ‘হাঁদারামকে কিন্তু বেশ ভালোই লাগছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥