• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গদর সিনেমার বাচ্চা ছেলে এখন তরতাজা যুবক! জেনে নিন অভিনেতার আসল পরিচয়

Published on:

সানি দেওল,Suny Deol,আমিশা পাটিল,Ameesha Patel,গদর-এক প্রেমকথা,Gaddar Ek prem kotha,Utkarsh Sharma,উৎকর্ষ শর্মা

সানি দেওল (Suny Deol) এবং আমিশা পাটিল (Ameesha Patel) অভিনীত বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা হল ‘গদর-এক প্রেমকথা’ (Gaddar Ek prem kotha) । খুব শীঘ্রই আসতে চলেছে এই সিনেমার সিক্যুয়েল। মাঝখানে পার হয়ে গিয়েছে ২০ বছর। ২০০১ সালের পর দীর্ঘ দু’দশক পেরিয়ে ফের একবার পর্দায় ফিরছে বলিউডের তারা সিং এবং সাকিনা।

ভারত-পাকিস্তান দেশভাগের পর তৈরি পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সিনেমা। এই সিনেমায় তারা সিং (সানি দেওল) এবং সাকিনার (অমিশা প্যাটেলের) ছেলে চরণজীতের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা উৎকর্ষ শর্মা। আসলে তিনি হলেন এই সিনেমার পরিচালক অনিল শর্মার ছেলে।

সানি দেওল,Suny Deol,আমিশা পাটিল,Ameesha Patel,গদর-এক প্রেমকথা,Gaddar Ek prem kotha,Utkarsh Sharma,উৎকর্ষ শর্মা
জানা যায় উৎকর্ষ যখন এই সিনেমাটি করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৭ বছর। ১৯৯৪ সালের ২২ মে জন্মগ্রহণ করেন উৎকর্ষ। তাই এখন এই অভিনেতার বর্তমান বয়স ২৭ বছর। পড়াশোনার জন্য প্রায় ৪ বছর বিদেশে থাকার পর দেশে ফিরেছেন অভিনেতা। বর্তমানে তিনি সানি দেওল এবং আমিশা পাটেলের সাথে গদর সিনেমার আসন্ন সিক্যুয়েলের শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন।

সানি দেওল,Suny Deol,আমিশা পাটিল,Ameesha Patel,গদর-এক প্রেমকথা,Gaddar Ek prem kotha,Utkarsh Sharma,উৎকর্ষ শর্মা

তবে ইতিপূর্বে অর্থাৎ ২০১৮ সালে বাবা অনিল শর্মার পরিচিলনায় ‘জিনিয়স’-সিনেমায় নায়ক হিসাবে ডেবিউ করেছিলেন অভিনেতা। এই সিনেমায় উৎকর্ষ শর্মাকে ইশিতা চৌহানের বীপরীতে অভিনয় করতে দেখা যায়। এছাড়া এই সিনেমায় মিঠুন চক্রবর্তী, আয়শা ঝুলকা, কেকে রায়না, জাকির হোসেন, অভিমন্যু সিংয়ের মতো অভিনেতাদের দেখা গিয়েছিল।

সানি দেওল,Suny Deol,আমিশা পাটিল,Ameesha Patel,গদর-এক প্রেমকথা,Gaddar Ek prem kotha,Utkarsh Sharma,উৎকর্ষ শর্মা
এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন উৎকর্ষ মাঝেমধ্যেই নিজের ছবি শেয়ার করে থাকেন তিনি। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে তার। এছাড়া জানা যায় শুধু অভিনয় নয়, অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজেও হাত পাঠিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥