সানি দেওল অভিনীত বহুপ্রতীক্ষিত ছবি ‘গদর ২’। ২০০১ সালে রিলিজ হয়েছিল ‘গদর : এক প্রেম কথা’ (Gadar : Ek Prem Katha)। এরপর ২২ বছর পেরিয়ে ২০২৩ সালে রিলিজ হতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব ‘গদর : দ্য কথা কন্টিনিউস’ (Gadar 2 : The Katha Continues)। ছবিতে সানি দেওলের সাথে আবারও জুটি বাঁধতে চলেছেন আমিশা পাটিল (Amisha Patil)।
২২ বছর আগে মাত্র ১৮ কোটি টাকার বাজেটে তৈরী হয়েছিল গদর। ছবিতে ভিলেন ছিলেন আমরেশ পুরি। বক্স অফিসে সুপারহিট হয়ে ১৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। যেটা সে যুগে রেকর্ড আয়। তবে এবার প্রতিটা বলিউডের ছবির বাজেটই বিগ বাজেট সেখানে ‘গদর ২’ এর সিক্যুয়েলের বাজেটও বেড়ে গিয়েছে কয়ে গুণ। যেমনটা জানা যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকার বাজেট নিয়ে তৈরী হয়েছে ‘গদর : দ্য কথা কন্টিনিউস’।
এখন নেটিজেনদের মনে প্রশ্ন অভিনয়ের জন্য কত টাকা পাচ্ছেন কোন অভিনেতারা। এবার সেই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হলাম আমরা। গদর এর দ্বিতীয় পর্বে মূল কাহিনী তারা সিং, সখিনা ও তাদের ছেলে চরণজিতকে নিয়ে। যেখানে নায়িকা হিসাবে দেখা থাকছেন সিমরত কউর (Simrat Kaur)। তেলেগু ইন্ডাস্ট্রির এই নায়িকা ছবির জন্য ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন কারা জানতে শেষ অবধি পড়ুন।
জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহার ছেলে লব সিনহা এই ছবির জন্য ৬০ লক্ষ টাকা পাবেন। অন্যদিকে সিনেমার খলনায়ক মনীশ ওয়াধওয়াও ৬০ লক্ষ টাকা পেয়েছেন। এছাড়া পার্শ্ব চরিত্রদের মধ্যে সাজ্জাদ দেলাফ্রুজ ৪০ লক্ষ ও গৌরব চোপড়া ২৫ লক্ষ টাকা পেয়েছেন। তবে ছবির আসল তিন জনের পারিশ্রমিক এই সবার থেকেই কয়েক গুণ বেশি।
ছবিতে তারা সিং এবং সখিনার ছেলে চরণজিতের চরিত্রে অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা (Utkarsh Sharma)। এই ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। একইভাবে আমিশা পাটিলও ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন।
অভিনেত্রীকে সখিনার চরিত্রে দেখা যাবে। সর্বশেষে সিনেমার মূল আকর্ষণ সানি দেওল এর কথা না বললেই নয়। ‘গদর : দ্য কথা কন্টিনিউস’ ছবির জন্য ৫ কোটি টাকা নিয়েছেন সানি দেওল।