এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। ঋদ্ধি এবং খড়ির সিরিয়াল শুরু থেকেই প্রচণ্ড পছন্দ দর্শকদের। সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে সেই ভালোলাগা। যদিও সিরিয়ালে খড়ির মৃত্যু দেখানোর পর থেকে দর্শকদের মন বেশ খারাপ হয়ে গিয়েছে। আবার খড়িকে ফেরানো হোক, এই দাবি তুলেছিলেন। অবশেষে ফের ঋদ্ধির জীবনে ফিরল তাঁর খড়ি।
‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা জানেন, ছেলে আয়ুষ্মানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে খড়ির (Khori)। স্ত্রীকে হারানোর পর ঋদ্ধিও (Riddhiman) আবার আগের মতোই গম্ভীর হয়ে গিয়েছে। ছেলের সঙ্গেও তাঁর সম্পর্ক বিশেষ ভালো নয়। ওদিকে আবার ধারাবাহিকের কাহিনী যেহেতু ১৫ বছর লিপ নিয়েছে, সেই জন্য সিরিয়ালে এন্ট্রি নিয়েছে বেশ কিছু নতুন চরিত্র। এমনই একটি চরিত্র হল বিন্দির।
ঋদ্ধির ইনস্টিটিউটে বিন্দি পিএইচডি করতে ঢুকেছে। কিন্তু দু’জনের সম্পর্ক যেভাবে দেখানো হচ্ছে তা দেখে অনেকেই অনুমান করেছিলেন, তাঁকেই হয়তো ঋদ্ধির নায়িকা করা হবে। আর তাতেই চটে গিয়েছিলেন অনেকে। দাবি তুলেছিলেন, শোলাঙ্কিকে (Solanki Roy) সিরিয়ালে ফেরানোর। পাশাপাশি শুরু হয়েছিল ‘গাঁটছড়া’ বয়কটের ট্রেন্ডও।
এবার ‘খড়িদ্ধি’ অনুরাগীদের জন্যই চলে এল একটি দারুণ সুখবর। কারণ ফের একসঙ্গে শ্যুটিং করছেন তাঁদের প্রিয় ঋদ্ধি-খড়ি। হ্যাঁ, ঠিকই দেখছেন। আবার একসঙ্গে কাজ করছেন গৌরব এবং শোলাঙ্কি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে তাঁদের ভিডিও।
ঋদ্ধির জীবনে খড়ির ফিরে আসা দেখে প্রচণ্ড খুশি হয়েছেন দর্শকরা। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, ঋদ্ধির জীবনে ফিরলেও, খড়ি কিন্তু ‘গাঁটছড়া’য় ফেরেনি। গৌরব (Gourab Chatterjee) এবং শোলাঙ্কি ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৩’র জন্য একসঙ্গে শ্যুটিং করছেন। সেই অনুষ্ঠানের প্রোমোয় খড়ি হিসেবেই দেখা মিলবে শোলাঙ্কির। তবে ‘গাঁটছড়া’য় তিনি ফেরেননি।
দীর্ঘদিন পর প্রিয় ‘খড়িদ্ধি’কে একসঙ্গে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। অল্প কিছুক্ষণের জন্য হলেও ফের তাঁদের এক ফ্রেমে দেখেই মন জুড়িয়ে গিয়েছে ভক্তদের। আপাতত ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৩’র প্রোমো দেখার জন্যে মুখিয়ে রয়েছেন দর্শকরা।