• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দায় ঋদ্ধি’র হলেও বাস্তবে কার স্ত্রী খড়ি? রইল শোলাঙ্কির স্বামীর ছবি সহ আসল পরিচয়

Published on:

Gaatchora Khori AKA Solanki Roy’s real life husband’s name and identity

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘খড়ি’ (Khori) নামেই। এই মুহূর্তে স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এর আগেও অবশ্য একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। স্ক্রিন শেয়ার করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, হানি বাফনার মতো অভিনেতাদের সঙ্গে।

‘গাঁটছড়া’র আগে শোলাঙ্কি কাজ করেছেন ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো সিরিয়ালে। এই দুই ধারাবাহিকে যথাক্রমে বিক্রম এবং হানির বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। ‘গাঁটছড়া’য় শোলাঙ্কির বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। তিন নায়কের সঙ্গেই তাঁর জুটি দর্শকমহলে দারুণ হিট। ‘গাঁটছড়া’র সৌজন্যে ঋদ্ধি-খড়ির জুটিকে আবার একসঙ্গে ‘খড়িদ্ধি’ বলেও ডাকেন অনেকে।

Gaatchora Riddhi and Khori

তবে এ তো নাহয় গেল ধারাবাহিকের কথা। তবে বাস্তবে শোলাঙ্কির মনের মানুষ কে? অনুরাগীদের মনের মধ্যে প্রায়শয়ই উঁকি দেয় এই প্রশ্ন। তিনি কার সঙ্গে প্রেম করছেন কবে বিয়ে করবেন- এই বিষয়গুলির সম্বন্ধে জানতে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। তবে অনেকেই হয়তো জানেন না, ‘গাঁটছড়া’র খড়ি পর্দার মতোই বাস্তবেও কিন্তু বিবাহিতা।

Solanki Roy wedding, Solanki Roy husband

হ্যাঁ, ঠিকই দেখছেন। বেশ কয়েক বছর আগে দীর্ঘদিনের বন্ধু শাক্য বসুর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন শোলাঙ্কি। তাঁর স্বামী বিনোদন দুনিয়ায় মানুষ নন। তিনি প্রবাসী বাঙালি, নিউজিল্যান্ডে থাকতেন। ২০১৮ সালে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন শাক্য এবং শোলাঙ্কি। শোনা যায়, বিয়ের পর স্বামীর সঙ্গে নিউজিল্যান্ডে চলে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরপর আবার ফিরে আসেন।

Solanki Roy wedding, Solanki Roy husband

বিয়ের পর শোলাঙ্কি যখন নতুন করে কেরিয়ার শুরু করছেন সেই সময় তিনি বিক্রম-ঐন্দ্রিলার ‘ফাগুন বউ’ ধারাবাহিকে কিছুদিনের জন্য একটি বিশেষ চরিত্রে কাজ করেছিলেন। তবে এখন অবশ্য অভিনেত্রীকে তাঁর স্বামী শাক্যর সঙ্গে দেখা যায় না। এমনকি সামাজিক মাধ্যমেও স্বামীর সঙ্গে কোনও ছবি শেয়ার করেন না তিনি।

সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শোনা যায়, স্বামীর সঙ্গে সেপারেশনে রয়েছেন ‘গাঁটছড়া’র খড়ি। এমনকি শোনা যায়, অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। সামাজিক মাধ্যমে দু’জনের বেশ কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকে এই গুঞ্জন শুরু হয়েছে। তবে শোলাঙ্কি এখন বিবাহিতা, ডিভোর্সী নাকি সেপারেটেড তা তাঁর অনুরাগীরাও জানেন না। অভিনেত্রীও আপাতত নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥