• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্লাউজ ছাড়াই ছবি শেয়ার করলেন খড়ি! বোল্ড লুকে শোলাঙ্কিকে দেখে কটাক্ষ নেটিজেনদের

বাংলা টেলি (Television) দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। এই মুহূর্তে তিনি স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করছেন। যদিও এটি প্রথম সিরিয়াল নয় তাঁর। এর আগে ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো সিরিয়ালেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শোলাঙ্কি। তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্রই পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

সিরিয়ালে অভিনয়ের সৌজন্যে শোলাঙ্কিকে শাড়ি-চুড়িদারে দেখতেই অভ্যস্ত দর্শকরা। কিন্তু এবার সেই অভিনেত্রীই একেবারে বোল্ড (Bold) লুকে ধরা দিয়েছেন। তাঁর ছবি দেখে রীতিমতো থ হয়ে গিয়েছেন নেটিজেনরা। সিংহরায় বাড়ির বড় বৌ খড়ি (Khori), যে কিনা শাড়ি ছাড়া আর কিছু পরে না, সেই শরীর দেখানো ছবি পোস্ট করায় হতবাক হয়ে গিয়েছে প্রত্যেকে।

   

Solanki Roy, Solanki Roy trolled, Solanki Roy bold photoshoot

দর্শকদের অনেকের কাছেই শোলাঙ্কির পরিচিতি খড়ি হিসেবে। কিন্তু পর্দার বাইরেও শিল্পীদের নিজস্ব জীবন থাকে। খড়ি অভিনেত্রী শোলাঙ্কিও ব্যতিক্রম নন। তাঁকে যারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তাঁরা জানেন, ঋদ্ধিমান সিংহরায়ের বৌ কিন্তু বাস্তবে যথেষ্ট বোল্ড। ব্লাউজ ছাড়া শাড়ি, পেট দেখানো ক্রপ টপ পরে মাঝেমধ্যেই ধরা ক্যামেরার সামনে আসেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোলাঙ্কির পুরনো একটি ফটশ্যুটের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। এই ছবিটি বেশ কয়েকমাস আগে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের ব্যাকগ্রাউন্ডের সামনে লাল-সাদা তাঁতের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Solanki Roy (@srbrishti.19)


শোলাঙ্কির শেয়ার করা এই ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর পরনে ব্লাউজ না থাকার বিষয়টি। ব্লাউজ ছাড়াই আটপৌরে করে শাড়ি পরে ছবি তুলেছিলেন অভিনেত্রী। পর্দার খড়িকে এমন সাহসী লুকে দেখে অনেকে যেমন প্রশংসা করেছেন, তেমন অনেকেই কটাক্ষও করেছেন।

Solanki Roy trolled, Solanki Roy without blouse

কেউ কেউ এও লিখেছেন, এতদিন ধরে তাঁরা শোলাঙ্কিকে ‘ভদ্র মেয়ে’ বলেই ভেবেছেন। কিন্তু তাঁকে যে এমন অবতারে কোনও দিন দেখতে হবে তা কল্পনাও করেননি তাঁরা। যদিও নিন্দার চেয়ে বেশি শোলাঙ্কির এই ছবি দেখে তারিফ করেছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, এই রূপে তাঁকে একেবারে কবিতার মতো লাগছে।

site