অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘গাঁটছড়া’ (Gaatchora) ছাড়তে চলেছেন নায়িকা খড়ি (Khori) অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। তবে এতদিন পর্যন্ত সবটাই ছিল নেহাত গুঞ্জন। শোলাঙ্কি নিজে অথবা সিরিয়ালের কোনও কলাকুশলী বা নির্মাতারা এই বিষয়ে মুখ খোলেননি। তবে এবার দর্শকদের দুঃসংবাদটা দিয়েই দিলেন পর্দার খড়ি। জানালেন, ‘গাঁটছড়া’র সঙ্গে সফরে ইতি টেনেছেন তিনি।
স্টার জলসার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’। একসময় বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। গত কয়েকমাস ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচে নিজেদের স্থান হারালেও, সিরিয়ালের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কির অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। তবে এবার ‘খড়িদ্ধি’ জুটিতেও ভাঙন ধরল।
গত প্রায় দেড় বছর ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘গাঁটছড়া’। ঋদ্ধি, খড়ি সহ সম্পূর্ণ সিংহ রায় পরিবার এখন দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছে। তাই স্বাভাবিকভাবেই যখন শোনা গিয়েছিল, শোলাঙ্কি হয়তো সিরিয়াল ছাড়তে চলেছেন তখনই মন খারাপ হয়ে গিয়েছিল দর্শকদের। তবুও মনের কোণায় একটু আশা ছিল তাঁদের। কিন্তু এবার শোলাঙ্কি নিজেই একথা ঘোষণা করে দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রচণ্ড হতাশ হয়েছেন তাঁরা।
শনিবার শোলাঙ্কি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ‘গাঁটছড়া’ ছাড়ার খবর জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘পরিবর্তন ছাড়া আর কোনও কিছু চিরন্তন নয়। এক বছরেরও বেশি সময় ধরে চলা আমার এই সফরে ইতি পড়ল! একইসঙ্গে আনন্দ এবং দুঃখ হচ্ছে। এই সফরে কিছু দুর্দান্ত মানুষের সঙ্গে আলাপ হয়েছে। কেউ পরিবার হয়ে উঠেছে, কেউ আবার বন্ধু। কেউ থেকেছে কেউ আবার চলে গিয়েছে… তবে হ্যাঁ। কী দারুণ সফর ছিল এটা। তবে এবার মুভ অন করার সময় হয়ে গিয়েছে! আমি পুরনোকে বিদায় জানিয়ে নতুন সফরের জন্য একেবারে প্রস্তুত’।
শোলাঙ্কি নিজে এই পোস্টে ‘গাঁটছড়া’ ছাড়ার কথা কোথাও উল্লেখ করেননি। তবে তাঁর পোস্টে যে মন খারাপের রেশ রয়েছে তা দেখেই বেশ অনুরাগীরা বুঝে গিয়েছে, খড়ির যাত্রা শেষ হওয়ার কথাই তিনি বলতে চেয়েছেন। শোলাঙ্কির অন স্ক্রিন স্বামী ঋদ্ধি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় দু’জনে একটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘শীঘ্রই আবার দেখা হবে’। জবাবে শোলাঙ্কি লিখেছেন, ‘কোনও দ্বিধা নেই’।
আগেই জানা গিয়েছিল, আগামী মে মাসে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে শোলাঙ্কির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অভিনেত্রী নাকি সেই চুক্তি নতুন করে বাড়াতে চান না তাও খবর মিলেছিল। সেই মতোই নাকি নির্মাতারা সিরিয়ালের গল্প সাজাচ্ছেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, ধারাবাহিকের কাহিনী লিপ নিতে চলেছে। শোনা যাচ্ছে, নতুন প্রজন্মে নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে ইন্দ্রাণী পাল এবং ওম সাহানিকে। যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।