স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। এই সিরিয়ালে নায়িকা খড়ির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন টেলি অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি দারুণ পছন্দ দর্শকদের। কাজ ছাড়া ব্যক্তিগত জীবনের সৌজন্যেও মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন শোলাঙ্কি। সম্প্রতি যেমন নিজের বোনের (Sister) কারণে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন নায়িকা।
‘গাঁটছড়া’র কাহিনী যেভাবে এগোচ্ছে তা দেখে সকলের অনুমান, শীঘ্রই হয়তো সিরিয়ালে ইতি পড়তে চলেছে। তাই স্বাভাবিকভাবেই ‘খড়িদ্ধি’ ভক্তদের বেশ মন খারাপ। ফের কবে শোলাঙ্কিকে পর্দায় দেখতে পাবেন এই প্রশ্ন এখন থেকেই সকলের মনে ঘুরছে। তবে সে যাই হোক না কেন আজকের প্রতিবেদনটি অবশ্য শোলাঙ্কি নয়, বরং তাঁর বোনকে নিয়ে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খড়ির বোনের ছবি তুমুল ভাইরাল হয়েছে। অভিনেত্রীর বোনও স্টার জলসার একটি ধারাবাহিকের নায়িকা। না, এমনটা কিন্তু একেবারেই আমরা বলছি না। বরং এমনটা একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন।
আসলে কিছুদিন আগেই ‘গাঁটছড়া’র বিয়ের ট্র্যাক দেখানো হয়েছে। সেখানে খড়িকে যেমন লাগছিল, সেই লুকের সঙ্গে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর (Komola O Sreeman Prithviraj) কমলার লুকের মিল পেয়েছেন দর্শকরা। দু’জনের সাজের পাশাপাশি মুখের সাদৃশ্যও খুঁজে পেয়েছেন অনেকে।
একই চ্যানেলের দুই জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার মুখে এতখানি মিল দেখে স্বাভাবিকভাবেই প্রত্যেকে বেশ অবাক হয়ে গিয়েছেন। অনেকে এও বলেছেন, দেখে মনে হচ্ছে যেন দু’জন যমজ বোন। যদিও বাস্তবে কিন্তু মোটেই এমনটা নয়। কমলা অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee) এবং খড়ি শোলাঙ্কি রায়ের মুখের মিল থাকলেও তাঁরা মোটেই একে অপরের বোন নন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘গাঁটছড়া’ গত এক বছরের বেশি সময় ধরে চললেও, সদ্য শুরু হয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর পথচলা। দস্যিপানায় মোড়া কমলা ও মানিকের ভালোবাসার কাহিনী দেখানো হচ্ছে এই সিরিয়াল। বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কূটকচালির ট্র্যাকের মধ্যে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর কাহিনী দর্শকদের যে বেশ ভালোলাগছে তা আর বলার অপেক্ষা রাখে না।