জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। গত আড়াই বছর ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। এত দিন ধরে সম্প্রচারিত হওয়ার পরেও দর্শকমহলে ধারাবাহিকটির জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তা আরও বেড়েছে। এবার এই সিরিয়ালেই এন্ট্রি নিতে চলেছেন ‘গাঁটছড়া’ (Gaatchora) খ্যাত অভিনেত্রী (Actress)।
মাস খানেক আগেই জানা গিয়েছে, ‘মিঠাই’ আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। খুব শীঘ্রই পথচলা শেষ হবে এই ধারাবাহিকের। ইতিমধ্যেই সিরিয়ালের সেট ভেঙে দেওয়া হয়েছে। এখন আপাতত নতুন সেটে চলছে সিরিয়ালের অন্তিম পর্বগুলির শ্যুটিং। তবে শেষের দিকে এগোলেও, ‘মিঠাই’ কিন্তু চমক দিতে ছাড়ছে না। একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে সিরিয়ালে।
কয়েক সপ্তাহ আগেই রোহিণী চরিত্রে এন্ট্রি হয়েছিল ‘আলতা ফড়িং’, ‘খেলনা বাড়ি’ খ্যাত অভিনেত্রী আয়েন্দ্রী পালের। এরপর সিরিয়ালে যোগ দেন ‘আলতা ফড়িং’ খ্যাত আর এক অভিনেত্রী মৌলী দত্ত। এবার জি বাংলার এই সিরিয়ালে যোগ দিলেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’য় অভিনয় করার পর এবার জি বাংলার ‘মিঠাই’য়ে এন্ট্রি নিলেন টেলি অভিনেত্রী সুপর্ণা পাত্র (Suparna Patra)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের এই সুখবর দিয়েছেন তিনি নিজে। প্রসঙ্গত, ‘গাঁটছড়া’য় সুপর্ণাকে রিমঝিমের মা তথা রাহুলের এক সময়কার প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের সুপর্ণা অভিনীত চরিত্রটির পার্ট শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন হয়ে গেল। এবার ‘মিঠাই’ সিরিয়ালে মন্দিরার চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। এর আগে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকেও তাঁকে দেখেছেন দর্শকরা। ‘মিঠাই’য়ে মন্দিরা চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক তা অবশ্য এখনও জানা যায়নি।
ওদিকে আবার সিরিয়াল শেষের আগে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন দর্শকদের প্রিয় মিঠাইরানী সৌমিতৃষা কুণ্ডু। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন, নতুন সেটে বারবার সিঁড়ি ভাঙতে হচ্ছে বলে তাঁর পিঠের ব্যথাও বেশ বেড়ে গিয়েছে। সেই জন্য আপাতত চিকিৎসকের পরামর্শ মতো বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তিনি। ফের কবে সৌমিতৃষা কামব্যাক করবেন তা জানার জন্যেই অপেক্ষা করছেন অনুরাগীরা।