• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেম জমে ক্ষীর! ভালোবাসার মানুষদের সঙ্গে প্রেমদিবস কাটালেন খড়ি-দ্যুতি-বনি, রইল ছবি

Published on:

Gaatchora fame Solanki Roy, Shreema Bhattacharya, Anushka Goswami, Ankusree Maity Valentine’s day celebration photo

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। খড়ি, দ্যুতি, বনির চরিত্রে অভিনয় করে শোলাঙ্কি রায় (Solanki Roy), শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharya) এবং অনুষ্কা গোস্বামীরা (Anushka Goswami) হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মেয়ে। তাঁদের কাজের বিষয়েই শুধু নয়, ব্যক্তিগত জীবনের বিষয়েও সমান আগ্রহ অনুরাগীদের। ‘গাঁটছড়া’ নায়িকারা কীভাবে ভ্যালেন্টাইনস ডে (Valentine’s Day) কাটালেন সেই বিষয়ে কম আগ্রহ ছিল না তাঁদের। আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল ১৪ ফেব্রুয়ারি। সম্পূর্ণ বিশ্ব জুড়ে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে হিসেবে উদযাপিত হয়েছে। ভালোবাসার মানুষদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটিয়েছেন প্রত্যেকে। ব্যতিক্রম নন ‘গাঁটছড়া’র খড়ি (Khori), দ্যুতি (Dyuti), বনিরাও (Bonny)। শোলাঙ্কি, শ্রীমা এবং অনুষ্কাও প্রেম দিবসে তাঁদের ভালোবাসার মানুষদের সঙ্গে ছিলেন।

Gaatchora

‘গাঁটছড়া’য় খড়ি, বনি, দ্যুতির সম্পর্ক যেমনই হোক না কেন, বাস্তবে তাঁদের সম্পর্ক খুবই ভালো। একে অপরের খুব ভালো বান্ধবী তাঁরা। যদিও শুধুমাত্র এই তিন নায়িকাই নন, ‘গাঁটছড়া’য় তাঁদের কুচুটে ননদ কিয়ারা তথা অঙ্কুশ্রী মাইতিও (Ankusree Maity) তাঁদের খুব ভালো বন্ধু।

ভালোবাসার দিনটিও একসঙ্গেই কাটিয়েছেন শোলাঙ্কি, শ্রীমা, অনুষ্কা এবং অঙ্কুশ্রী। সোশ্যাল মিডিয়ায় ‘গার্লস গ্যাং’য়ের একটি ছবিও শেয়ার করেছেন পর্দার কিয়ারা। প্রত্যেককেই জিন্স, টপ পরে দেখা যাচ্ছে সেই ছবিতে। ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করেছেন অঙ্কুশ্রী লিখেছেন, ‘কাজের জায়গায় যখন ভালোবাসার মানুষদের খুঁজে পাওয়া যায়, তখন সত্যিই জীবন খুব সুন্দর হয়ে ওঠে’। এই লেখার সঙ্গে লাল রঙের হৃদয়ের ইমোজিও যোগ করেছেন তিনি।

Gaatchora actresses Valentine's Day

অঙ্কুশ্রীর শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, মিরর সেলফিগুলি তুলেছেন পর্দার দ্যুতি অর্থাৎ শ্রীমা। এর মধ্যে একটি ছবিতে চারজনকে জিভ বের করে দেখা যাচ্ছে এবং আর একটি ছবিতে সবাইকে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। ‘গাঁটছড়া’র ‘গার্লস গ্যাং’য়ের প্রেম দিবস স্পেশ্যাল ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।


‘গাঁটছড়া’ ধারাবাহিকের দিক থেকে বলা হলে, দীর্ঘদিন একে অপরের থেকে দূরে থাকার পর অবশেষে কাছাকাছি এসেছে ঋদ্ধি এবং খড়ি। চ্যানেলের তরফ থেকে প্রকাশিত নতুন প্রোমোয় সেই দৃশ্য দেখে মন ভরে গিয়েছিল দর্শকদের। আপাতত তাঁদের একটাই প্রার্থনা, আর যেন ‘খড়িদ্ধি’র জীবনে নতুন করে কোনও ঝড় না ওঠে। এবার দেখা যাক, তাঁদের সেই আশা পূরণ হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥