• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু’হাতেই দশভূজা খড়ি! নববর্ষে ভাইরাল গাঁটছড়া’র ‘মাতৃরুপেণ সংস্থিতা’ স্পেশাল পর্ব

Published on:

Gaantchora Nababarsha Special Episode Khori dresses as Durga promo video

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল ( Bengali Serial) হল ‘গাঁটছড়া’ (Gantchora)। সময়ের সাথে একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়ে তলানিতে ঠেকেছে এক সময়ের বেঙ্গল টপার এই সিরিয়ালের টি আর পি। লাগাতার স্লটও হাতছাড়া হচ্ছে এই সিরিয়ালের। কিন্তু টি আর পি স্কোর যাই হোক দর্শকমহলে নায়ক নায়িকা ঋদ্ধি-খড়ি (Ridhi-Khori) জুটির রসায়ন কিন্তু ফিকে হয়নি আজও।

অনুরাগীরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সিরিয়ালের ফ্যানপেজ গুলির দিকে তাকালেই বোঝা যায় দর্শকমহলে এই জুটির জনপ্রিয়তা কতখানি। ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং তার বিপরীতে নায়িকা খড়ি চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে (Solanki Roy)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,মৈনাক,Mainak,সিংহরায় জুয়েলার্স,Singharoy Jewellers,নববর্ষ স্পেশাল,Nababarsha Special,মাতৃরুপেণ সংস্থিতা,Matrirupen Sangsthita

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এখন সময়ের সাথে  এই ধারাবাহিকে এসেছে একাধিক নতুন চরিত্র।  যাদের মধ্যে অন্যতম হলো মিস্টার  ডি অর্থাৎ দেবাংশু সিংহ রায়ের ছেলে মৈনাক সিংহ রায়। যে খড়ি ওরফে ইশাকে পাওয়ার জন্য পাগল। কিন্তু খড়ি তো শুধু ঋদ্ধির। আর একথাই মানতে নারাজ সে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,মৈনাক,Mainak,সিংহরায় জুয়েলার্স,Singharoy Jewellers,নববর্ষ স্পেশাল,Nababarsha Special,মাতৃরুপেণ সংস্থিতা,Matrirupen Sangsthita

তাই সিংহরায়দের পথে বসাতে ডি’স ডায়মন্ডকে আবার ফিরিয়ে আনার এক নতুন ছক কষেছে মৈনাক। যা ইতিমধ্যে জেনে গিয়েছে খড়ি। তাই সিংহরাদের নববর্ষ স্পেশাল গয়নার ডিজাইন চুরি করে নিয়েছে সে। কিন্তু তা আগে থেকেই আঁচ করে ফেলে খড়ি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,খড়ি,Khori,ঋদ্ধি,Ridhi,মৈনাক,Mainak,সিংহরায় জুয়েলার্স,Singharoy Jewellers,নববর্ষ স্পেশাল,Nababarsha Special,মাতৃরুপেণ সংস্থিতা,Matrirupen Sangsthita

তাই প্রতিবারের মতো এবারও একেবারে শেষ মুহূর্তে বাড়ির মেয়ে বৌদির দিয়েই দুর্দান্ত ফ্যাশন শো এর আয়োজন করে তাক লাগিয়ে দু’হাতে দশভুজা হয়ে ওঠে খড়ি। গতবারের মতো এবারও খড়ির এই ফ্যাশন শো এর থিম ছিল মাতৃরূপেণের সংস্থা। যেখানে দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরা হয়। কখনো অন্নপূর্ণা কখনও একজন গর্ভবতী মা’কে দেখানো হয়।

খড়ির এমন তাক লাগানো পারফমেন্স দেখে চোখ কপালে ওঠে বদমাশ মৈনাকের। অন্যদিকে বহুদিন পর গাঁটছড়ার এমন একটি টানটান পর্ব দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক। সকলেই গাঁটছড়ার গতকালের এই পর্ব  দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥