• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়ি শূন্য গাঁটছড়া! একপর্বেই ১৫ বছর লীপ নিয়ে বদলে গেল সিংহরায় পরিবারের সদস্যরা

Published on:

Gaantchora Khori Dies Story takes big leap revealing new characters

জল্পনাকে সত্যি করেই স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’কে (Gantchora) বিদায় জানিয়েছেন খড়ি (Khori) অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। যার ফলে  সিরিয়ালের প্রধান নায়িকাকেই আর দেখতে পাবেন না দর্শক। তাই মন মেজাজও খুব একটা ভালো নেই খড়ি ভক্তদের।

আগেই জানা গিয়েছিল সিরিয়ালের প্লট অনুযায়ী সন্তান জন্ম দেওয়ার সময় মৃত্যু হবে  খড়ির। আর তারপরেই লীপ নিয়ে এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। এবার সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। সিংহরায় বংশের প্রদীপ তথা পুত্র সন্তানের জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়েছে খড়ি। ঋদ্ধি খড়ির এই ছেলের নাম হয়েছে অংশুমান সিংহরায়।

Gantchora Solanki Roy Khori Leaving Serial reason

সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাবে খড়ির মৃত্যুর পর এবার এক লাফে ১৫ বছর এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের এক নতুন প্রমো। সেই প্রোমোতে দেখা যাচ্ছে মৃত্যুর পর খড়ির ফটো ফ্রেমে ঝুলছে মালা।

Gaatchora Khori, Solanki Roy, Solanki Roy sister

আর ঋদ্ধি আগের মতই ব্লেজার চোখে চশমা আর হাতে ঘড়ি পরে বাইরে যাওয়ার জন্য তৈরী হচ্ছে। কিন্তু খড়ির মৃত্যুর এত বছর পরেও খড়ির প্রতি তার টান কমেনি একটুও। তাই খড়িকে দেওয়া কথা রাখতেই খড়ি সিংহ রায় এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করেছিল ঋদ্ধি।


সেই প্রতিষ্ঠানের ১৫ বছর উপলক্ষে তারই ফাইল হাতে নিয়ে খড়ির সামনে দাঁড়িয়ে ঋদ্ধি বলে ওঠে ‘আমি আপনাকে দেওয়া কথা রেখেছি। আপনার স্বপ্নটা হারিয়ে যেতে দিইনি। আপনার নামে যে খড়ি সিংহ রায় ইন্সটিটিউট তৈরী হয়েছিল তার আজ তার ১৫ বছর হল। কিছুই বদলায়নি খড়ি’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,গাঁটছড়া,Gantchora,ঋদ্ধি,Ridhi,খড়ি,Khori,লীপ,Leap,নতুন চমক,New Twist

প্রসঙ্গত খড়ির মৃত্যুর পর বদল এসেছে ধারাবাহিকের অন্যান্য চরিত্রদের লুকেও। খড়ির দিদি দ্যুতি আগের থেকে আরও বেশি স্টাইলিশ হয়ে গিয়েছে। অন্যদিকে বদল এসেছে বনির লুকেও। এছাড়া ঋদ্ধির মা এবং কুনালের মা-দাদু-ঠাম্মি সকলেই সকলেরই কাঁচা পাকা চুলের লুকে আলাদা পরিবর্তন। তবে সেই সাথে বাড়িতে দেখা যাচ্ছে রিমঝিম সহ আরো এক খুদে সদস্যকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥