বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জুটি হল স্টার জলসার (Star Jalsha) ‘গাঁটছাড়া’ (Gantchora) সিরিয়ালের ঋদ্ধি-খড়ি (Riddhi-Khori) জুটি। আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা ভিন্ন স্বাদের এই সিরিয়ালের নায়ক-নায়িকাকে ভালোবেসে দর্শকরা নাম দিয়েছেন ‘খড়িদ্ধি’ (Khoriddhi)।
এক সময়ের বেঙ্গল তোপের এই সিরিয়ালের টিআরপি এখন অনেকটাই কমে গিয়েছে। কিন্তু দর্শকদের কাছে সিরিয়ালের জনপ্রিয়তা কমেনি এক ফোঁটাও। আর এখন তো এই সিরিয়ালের প্রতিটা পর্বেই থাকছে টানটান উত্তেজনার পর্ব। তাই ধারাবাহিকের একটাও পর্ব মিস করেন না এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা। প্রতিটা পর্বের খুঁটিনাটি সব বিষয়ই মন দিয়ে দেখেন দর্শক।
আজই দেখা গিয়েছে ধারাবাহিকের এক মোড় ঘোরানো পর্ব। এদিন দেবাংশু সিংহরায় অর্থাৎ মিস্টার ডি কে নিজে হাতে শাস্তি দিয়েছেন তাঁর স্ত্রী অর্থাৎ ভালো মা দেবলীনা সিংহরায়। শিবরাত্রি উপলক্ষে দে সেই পর্ব মিটতেই দেখা যাচ্ছে এবছর ধুমধাম করে হোলি সেলিব্রেশনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সিংহরায় বাড়িতে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঋদ্ধি খড়ির হোলি সেলিব্রেশনের নতুন প্রোমো। প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে ঋদ্ধি খড়ির গালে রং দিতে গেলে তাকে থামিয়ে দেয় খড়ি। আর এরপর নিজেই হোলির প্রথম রং দেয় ঋদ্ধির গালে।
প্রসঙ্গত ঋদ্ধি খড়ি ছাড়াও এই সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় জুটি কুণাল বনি। দর্শকরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছেন ‘কুনি’। এদিনের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে একেবারে ফিল্মি কায়দায় সিঁড়ির ওপর উঠে কুনাল চিৎকার করে বলছে সে আর বাঁচতে চায় না। কারণ সে বনিকে তাঁর মনের কথা বলতে পারেনি।
এরপর দেখা যাচ্ছে খড়িসহ বাড়ির সবাই নিচে দাঁড়িয়ে কুণালকে নীচে নেমে আসতে বলছে। এরপর দেখা যাচ্ছে বনির চোখ ঢেকে তার হাজির করা হয়েছে কুণালের সামনে। আর তখনই এতদিনে মনের মধ্যে চেপে রাখা কথা গুলো অবশেষে মুখে এনে সবার সামনেই কুণাল বনিকে প্রপোজ করে পলাশ ফুলের মালা পরিয়ে দেয়। আর পাশ থেকে খড়ি ঋদ্ধি বলে ওঠেই ‘বিবাহ সম্পন্ন হল’।