‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’! তাই জীবনে যাই হয়ে যাক না কেন মনটাকে সবসময় হেপ্পি রাখতে হবে, এটাই জীবনের মূল মন্ত্র হিসাবে মেনে নিয়েছেন মিঠাই (Mithai) সিরিয়ালের ভক্তরা। জীবনের চরম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও সবটা ম্যানেজ করে নিয়ে এই সিরিয়ালের নায়িকা মিঠাই যেভাবে নিজেকে হেপ্পি রাখেন তা দেখে মনটা একেবারে ভরে যায় দর্শকদেরও।
এই সিরিয়ালের যারা নিয়মিত তারা জানেন সম্প্রতি দেখা হেলদি হেঁশেল কম্পিটিশনে বড় জা ট্যাগ বুড়ির মুখে ঝামা ঘষে দিয়েছে মিঠাই। কম্পিটিশন জিতে নিয়েছে সবাইকে বুঝিয়েও দিয়েছে সুগার ফ্রি এবং কম ক্যালোরির জলভরা সন্দেশ বানানোর আসল রেসিপিটা আদতে তারই ছিল। তাই সবাইকে তাক লাগিয়ে দিয়ে একেবারে উচ্ছের মতো দেখতে উচ্ছ বাবু সন্দেশ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে মিঠাই।
এরপরই দেখা যায় সন্দেশের খ্যাতি ছড়িয়ে পড়েছে চারদিকে। এরই মধ্যে মনোহরায় মিঠাইরানির সাক্ষাৎকার নিতে আসেন প্রতীক সেন নামে এক বিখ্যাত সাংবাদিক। যা শুনে হিংসায় গা জ্বলে যায় তোর্সার। এরই মধ্যে দেখা গিয়েছে মিঠাইকে সেলিব্রেটি বলে খেপাতে শুরু করে তার উচ্ছ বাবু। এছাড়া বাড়ির সবাই খুব প্রশংসা করতে শুরু করে মিঠাইরানির। তখন দেখা যায় আনন্দে, খুশিতে লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছে মিঠাই।
তখনই ঠাট্টা করে মিঠাইয়ের মাথায় গাট্টা মেরে সিদ্ধার্থ বলতে শুরু করে যেই প্রশংসা শুনেছে সেই ব্লাশ করতে করতে গালটা একেবারে শিম্পাঞ্জির মত লাল হয়ে গেছে। এই কথা শুনে মিঠাই ‘দাদু দাদু’ বলে চিৎকার করতে করতে হাতের খুন্তি নিয়েই তাড়া করে উচ্ছে বাবুকে। এই মজার দৃশ্য গুলো দেখে মন ভরে গেছে মিঠাই দর্শকদের। কিন্তু মিঠাই ভক্তরা বলছেন যে স্ক্রিপ্টে এসব ছিল না। সিদ্ধার্থ অর্থাৎ অভিনেতা আদৃত রায় নিজেই ইচ্ছে করে শিম্পাঞ্জির মত কথাটা বলেছেন।
আসলে এর আগে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) এক ইন্টারভিউতে বলেছিলেন আদৃত নিজের প্রয়োজন মতো ডায়লগ ঢোকায় সিরিয়ালে। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) নিজের একটি নতুন ছবি আপলোড করে লিখেছিলেন ‘সিদ্ধার্থ মোদক আমাকে ক্ষমতা দিয়েছে, আর আমার প্রিয় বন্ধু আমাকে এই চশমাটা দিয়েছে।কেমন দেখাচ্ছে?’। কমেন্ট সেকশনে তার অনস্ক্রিন বউ সৌমিতৃষা লিখেছিলেন, ‘মুখটাই উচ্ছের মতো’। তাই নেটিজেনদের একাংশের দাবি সিদ্ধার্থ এই কথাটা মনে রেখেই সিরিয়ালে ইচ্ছা করে মিঠাইকে শিম্পাঞ্জি বলেছে আর গাট্টা মেরেছে।