• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মানুষের উদ্ভাবনী বুদ্ধির সত্যিই কোনো তুলনা নেই! ছবি দেখলে হাসতে হাসতে পেতে ব্যাথা হয়ে যাবে

Published on:

সোশ্যাল মিডিয়াতে রোজই  হাজারো ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে। হাসি মজার থেকে শুরু করে  আজব সমস্ত কান্ডকারখানা সবই দেখা যায় সেই ছবি ও ভিডিও গুলিতে। ভাইরাল হওয়া ছবিতে সারা বিশ্বে এমন কিছু ব্যক্তিদের কর্মের  নিদর্শন দেখা যায় যা দেখলে আপনি অবাক তো হবেনই সাথে হাসতে হাসতে পেতে ব্যাথা ধরে যেতে পারে। আসলে এই ব্যক্তিরা যে কোনো কঠিন কাজকে নিজের মত করে সহজে করার চেষ্টা করেন।

ইন্টারনেটে ঘুরে এমনই কিছু কীর্তিমানদের ছবি পাওয়া গেছে। আসুন এই সমস্ত কীর্তিমান ব্যক্তিদের মজার সেই সমস্ত ছবি গুলি দেখে নেওয়া যাক!

 

এই  ছবিতে দেখ যাচ্ছে পাড়ার রাস্তায় কিছু ছেলে মিলে ক্রিকেট খেলছে। ক্রিকেট খেলার উইকেট হিসাবে রয়েছে কিছু লাঠি। তবে মজার বিষয় হল লাঠি গুলি তো আর রাস্তায় গর্ত করে পোতা যায় না। তাই কিছু খালি মদের বোতল জোগাড় করেছে ছেলেরা। তাতেই লাঠিগুলি পুড়ে বানানো হয়েছে উইকেটই।

 

গাড়ি থাকা মানে হাতি পোষা মজা করে এরকমটা অনেকেই বলে থাকেন। কিন্তু এনার ক্ষেত্রে হয়তো সত্যি গাড়ির খরচ সামলানো মুশকিল হয়ে পড়েছিল। তাই গাড়ির দরজার হ্যান্ডেল ভেঙে যাওয়াতে তিনি কাঁটা চামচ  দিয়েই কাজ চালিয়ে দিয়েছেন।

কিছু মানুষের মাথায় সত্যি উদ্ভাবনী চিন্তা শক্তি থাকে। যেমন এই ব্যক্তি। এনার স্কুটির হর্ন এর সুইচ খারাপ হয়ে গিয়েছে। হর্নের সুইচ এর বদলে তিনি কম তাকে কাজ সারার জন্য একটি দুর্দান্ত বুদ্ধির অবলম্বন করেছেন। কলিং বেলের সুইচটিকেই হর্নের সুইচের জায়গায়  লাগিয়ে দিয়েছেন।

গীষ্ম কালের গরম থেকে বাঁচতে সেরা উপায় হল এসি। অনেকেই বাড়িতে এসি লাগিয়ে  থাকেন গরমে ঠান্ডা বাতাসের জন্য। ইনিও লাগিয়েছিলেন, কিন্তু মুশকিল হল এসির হাওয়া ঠিক মতন পেতেন না তিনি। তাই এসিটিকে দেওয়ালে সাঁটানোর বাধলে দেওয়ালের সাথে এভাবে আটকে দিয়েছেন  তিনি যাতে এসির হাওয়া একেবারে তার গায়ে এসে পড়ে।

বাড়িতে হাত মুখ ধোবার জন্য অনেকেই বেসিনের ব্যবহার করে থাকেন। এই বেসিনের জল ড্রেন করার জন্য  একটি পাইপ বেসিন থেকে নালা পর্যন্ত যায়। সেই পাইপের বদলে ইনি কিছু বোতলের সাহায্যেই পাইপ বানিয়ে ফেলেছেন। সত্যি ধন্য চিন্তা শক্তি ব্যক্তিটির।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥